ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৮০ কিমি বেগে ঝড়! নিম্নচাপের কী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? বড় আপডেট দিল IMD

নেশনহান্ট ডেস্ক: বিগত কয়েক দিনের মতই আজও সকালবেলা থেকেই একটা শীতল হাওয়া বিরাজ করছে দক্ষিণবঙ্গে। তার সাথে রয়েছে ঝলমলে রোদ। এমন অবস্থায় আবহাওয়া দপ্তর একটি বড় আপডেট দিল আবহাওয়া নিয়ে। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস শুনলে মন খারাপ হয়ে যেতে পারে আপনার।

একদিকে বাংলা সহ গোটা ভারতেই তাপমাত্রার পারদের পতন লক্ষ্য করা যাচ্ছে। আর অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপের। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই নিম্নচাপটি ধীরে ধীরে আরো শক্তি বৃদ্ধি করবে। এছাড়াও একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে আগামী শুক্রবার।

আরোও পড়ুন : লাগবে না ভিসা, ভারত থেকে মালয়েশিয়া যাওয়া এখন আরও সোজা! হয়ে গেল বড় ঘোষণা

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাত। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, সোমবার নিম্নচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ বুধবার গভীর নিম্নচাপে পরিণত হবে।

আরোও পড়ুন : মালগাড়ির কেবিনে কেন থাকে না জল-বিদ্যুৎ? চমকে উঠবেন রেলের এই নিয়ম শুনলে

এই গভীর নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জে। আগামী ১লা ডিসেম্বর থেকে যখন এই নিম্নচাপ অবস্থান করবে বঙ্গোপসাগরের উপর, তখন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই গভীর নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায়?

weather 8 768x402.jpeg

IMD জানাচ্ছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও। দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া থাকবে শুষ্ক। যদিও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ। আগামী কয়েক দিনে কিছুটা তাপমাত্রা কমতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায়।