নেশনহান্ট ডেস্ক : আর কিছুদিন পরই কালীপুজো। কালীপুজোর আগে আবহাওয়াবিদদের পূর্বাভাস সত্যি হয়েছে। আরো খানিকটা পারদ কমল আবহাওয়ার। ভোর বেলার পাশাপাশি রাতের দিকেও বেশ শীতল অনুভূতি বিরাজ করছে চারদিকে। রাত নামার সাথে সাথেই রাজ্যের মানুষ শীতের অনুভূতি পেতে শুরু করেছেন।
ভোরবেলা সূর্যের চোখ রাঙানি অনেকের কাছেই এখন স্বস্তির। এই অবস্থায় অনেকের বাড়িতেই বন্ধ ফ্যান, এসি, কুলার। অনেকেই আবার রাত্রিবেলা গায়ে দিচ্ছেন চাদর। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল চলতি সপ্তাহের সোমবার থেকে রাজ্যের তাপমাত্রা কমতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
আরোও পড়ুন : বড় খবর! ধনতেরসের আগেই সস্তা হল সোনা-রুপো, জেনে নিন সর্বশেষ রেট
তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে উত্তরবঙ্গেও। ৯ ডিগ্রী অব্দিও কোথাও কোথাও তাপমাত্রা কমে গেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন কালীপুজো আসার আগেই হয়ত ঠান্ডার প্রকোপে কাবু হবেন বঙ্গবাসী। এই আবহে অনেকের অনেক প্রশ্ন তবে কি রাজ্যে পাকাপাকিভাবে প্রবেশ করছে শীত?
আরোও পড়ুন : ঘুরতে গেলেই মিলবে কোটি কোটি টাকা! অবাক লাগছে ? দেখুন কোন শর্তে মিলবে এই সুবর্ণ সুযোগ
আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এই বিষয়ে? আবহাওয়া দপ্তর বলছে, শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যের উত্তর–পশ্চিম দিক থেকে। এর ফলে এখন রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে রাজ্যের কোথাও বৃষ্টির আশঙ্কা নেই। আবহাওয়াবিদরা বলছেন শুধু কালীপুজো নয়, এইরকম শীতের আমেজ বজায় থাকবে ভাইফোঁটাতেও।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করবে ভাইফোঁটা পর্যন্ত। অন্যান্য কিছু জেলার তাপমাত্রা আগামী কয়েকদিনের নেমে যেতে পারে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সব মিলিয়ে আগামী কয়েক দিন যে শীতে কাবু হতে চলেছে বাংলার মানুষ তা নিঃসন্দেহে বলাই যায়।