নেশনহান্ট ডেস্ক : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ ভাইফোঁটার দিন থেকে বৃষ্টিপাত শুরু হবে বাংলায়। ইতিমধ্যেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বুধবার। এই নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বৃহস্পতিবার।
ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর এই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে ভোর ৫ টা ৩০ মিনিটে। নিম্নচাপটি আপাতত এই জায়গাতেই অবস্থান করবে। এই নিম্নচাপটি অগ্রসর হবে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এরপর বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে।
আরোও পড়ুন : জেলেই জমল বালু-পার্থর গপ্পো! জ্যোতিপ্রিয়কে দেখেই ‘গুরুত্বপূর্ণ’ পরামর্শ প্রাক্তন শিক্ষামন্ত্রীর, যা বললেন…
এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেই বিষয়ে অবশ্য কিছু জানায়নি মৌসম ভবন। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক খেয়ে এই অতি গভীর নিম্নচাপ ওড়িশা উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত হবে শুক্রবার। এই নিম্নচাপের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে।
বৃষ্টির দাপট বাড়তে পারে বৃহস্পতি ও শুক্রবার। উপকূলবর্তী জেলাগুলিতে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৫০-৬০ কিমি বেগে ঝড় হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায়। এমনকি ঝড়ের গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটারে।