আর মাত্র কিছুক্ষণ! দিঘার খুব কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গে জারি বিশেষ সতর্কতা

নেশনহান্ট ডেস্ক: বাংলার আবহাওয়া যেন ক্ষণে ক্ষণেই মুড সুইং হচ্ছে। একবার আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে, আবার পরেক্ষণেই রোদ। কালীপুজোর সময় আবহাওয়া পরিষ্কার থাকলেও, ভাইফোঁটার দিন থেকে আকাশের মুখ ভার। গতকাল থেকেই ফের একবার কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে বাংলার আকাশে।

ফের একটি নতুন ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় একটি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এর ফলে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এর ফলে ফের একবার তান্ডব চলতে পারে বাংলা জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণিঝড় মিধিলি আছড়ে পড়তে চলেছে।

আরোও পড়ুন : জমে উঠেছে টক্কর, ফ্রি ইন্টারনেটের ঘোষণা মাস্কের! পাল্টা চমক দিতে বড় প্রস্তুতি আম্বানির

ধারণা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় ফের তাণ্ডব চালাবে বাংলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) উপকূলবর্তী জেলাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে আজ রাত থেকে।

আরোও পড়ুন : নভেম্বরের মাঝেই হাসি ফুটল আমজনতার মুখে! লাফিয়ে কমল LPG সিলিন্ডারের দাম, জেনে নিন নতুন দর

বর্তমানে অতি গভীর নিম্নচাপটি অবস্থান করছে দিঘার দক্ষিণে ২৮০ কিমি এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৩৯০ কিমি দূরে। এর ফলে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইবে উপকূলবর্তী জেলাগুলিতে। এমন অবস্থায় সবার প্রশ্ন কোথায় ল্যান্ডফল করবে সাইক্লোন মিধিলি। এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে।

weather jk 768x402.jpg

আবহাওয়াবিদদের আশঙ্কা এর প্রভাব খুব শীঘ্রই পড়তে শুরু করবে বাংলার উপকূলে। মংলা -খেপুপাড়া উপকূল হয়ে  এই ঘূর্ণিঝড়  বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করবে শনিবার। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।