ঘূর্ণিঝড় ও নিম্নচাপের সাঁড়াশি আক্রমণ! রাতারাতি বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া, কী বলছে IMD?

নেশনহান্ট ডেস্ক: দুর্গা পুজোর পর থেকেই বদল হতে শুরু করেছিল দক্ষিণবঙ্গের আবহাওয়া। ধীরে ধীরে পড়তে শুরু করেছিল শীত। গোটা রাজ্য জুড়ে বিরাজ করছিল মনোরম আবহাওয়া। কিন্তু তার মধ্যেই ছন্দপতন। নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ (cyclone michaung) এর দাপটে রীতিমতো পাল্টি খাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

নভেম্বরে শুরুতে বেশ একটা শীতল আবহাওয়া থাকলেও, নভেম্বরের শেষের দিকটা কিন্তু বেশ অস্বস্তিকর ছিল। ফের একবার বাড়তে শুরু করেছে গরম। ভোরবেলার দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ প্রখর হচ্ছে। এর ফলে যত সময় যাচ্ছে ততই বাড়ছে গরমের তীব্রতা। অন্যদিকে আজ থেকে শুরু হল বছরের শেষ মাস।

আরোও পড়ুন : স্বাস্থ্যসাথীর কার্ডের নিয়মে বড়সড় বদল! জেনে রাখুন পরিবর্তনগুলি, নাহলেই বাড়বে বিপদ

ডিসেম্বরের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করেছে। এই নিম্নচাপ যদি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে মিগজাউম। একটি গভীর নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।

আরোও পড়ুন : ফ্রি ফ্রি ফ্রি! বিনামূল্যে রেশন আরোও পাঁচ বছর, নয়া চমক কেন্দ্রের; সোনায় সোহাগা আমজনতার

এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শনি অথবা রোববার। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি অগ্রসর হবে উত্তর-পশ্চিম দিকে। এছাড়াও ঘূর্ণিঝড় বদল করতে পারে এর গতিপথ। নিম্নচাপ এবং আসন্ন ঘূর্ণিঝড় এর ঠেলায় বাংলার বাতাসে বৃদ্ধি পেয়েছে জলীয়বাষ্পের পরিমাণ। এরফলে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা।

img rain kochi 2 1 ob9rs08m 1 sixteen nine

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব না কাটা পর্যন্ত শীত পড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ফলে আপাতত শীতের আমেজ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে।  আজ কলকাতার তাপমাত্রা মোটামুটি ২০ ডিগ্রী সেলসিয়াসের উপরেই থাকবে। যদিও চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙ-এ।