আবহাওয়ার বড় ভোলবদল! রাজ্যে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের ডবল অ্যাকশন? প্রকাশ্যে বড় আপডেট

নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, বঙ্গোপসাগরে (Bay Of Bengal) চলতি সপ্তাহেই ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হতে পারে। যার ফলে রাজ্যের একাংশে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির। তবে, ঘূর্ণিঝড়ের বিষয়ে ভারতীয় মৌসম ভবনের তরফে এখনও কিছু সরকারিভাবে জানানো হয়নি। বরং, মৌসম ভবনের তরফে এটা জানানো হয়েছে যে, একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও, সেটি আরও ঘনীভূত হবে কিনা, তা পরে জানানো হবে।

ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যেটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এমতাবস্থায়, মধ্য ও সংলগ্ন বঙ্গোপসাগরের ওপরে আগামী ১৬ নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানানো হয়েছে।

A big update on the weather has come

এদিকে, এই নিম্নচাপ সংগঠিত হলে তার জেরে আগামী মঙ্গলবার এবং বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সেই সংলগ্ন আন্দামান সাগরের ওপর ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। এমনকি, হাওয়ার বেগ ৫৫ কিমিতেও পৌঁছে যেতে পারে। পাশাপাশি, ওই দুই দিন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সহ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সরকার নিচ্ছে বড় পদক্ষেপ! মিলবে এই সুবিধা, জেনে নিন এখনই

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ঘূর্ণিঝড়টি তৈরি হলে সেটির নাম রাখা হবে “মিধিলি”। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন/ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (WMO/ESCAP) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নামটি রেখেছে মালদ্বীপ। এটি উপকূলবর্তী অঞ্চলে আগামী ১৭ নভেম্বর আঘাত হানতে পারে।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য ফের চমক Jio-র! সস্তার এই প্ল্যানে মিলছে 6GB ফ্রি ডেটা, রয়েছে একাধিক সুবিধাও

এদিকে, আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, একটি মডেল অনুযায়ী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। যেটির সম্ভাব্য অভিমুখ হবে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। যার পরিপ্রেক্ষিতে আবহাওয়াবিদরা মনে করছেন যে, পশ্চিমবঙ্গের একাংশে ভারী বৃষ্টি হতে পারে।