বাংলাহান্ট ডেস্ক : শীত প্রেমীদের সব অভিযোগ ভঙ্গ করে বাংলায় আগমন ঘটেছে কনকনে ঠান্ডার। গত কয়েকদিন ধরে উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই ছিল হাড় কাঁপানো ঠান্ডা। তবে এই তীব্র শীতের মধ্যেই দেখা দিয়েছে বৃষ্টির ভ্রুকুটি। শীত ও বৃষ্টি মিলিয়ে বাংলার মানুষের এখন নাস্তানাবুদ অবস্থা।
বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলা সহ দেশের অন্যান্য প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে। কখনো বৃষ্টির পরিমাণ কমছে, আবার কখনো বৃষ্টি বাড়ছে। গতকাল সবার ঘুম ভেঙেছিল রৌদ্রজ্জ্বল আকাশ দেখে। তবে আজ সকাল থেকে আবার আকাশের মুখ ভার। কাল রাতেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয়েছে হালকা বৃষ্টিপাত।
সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশ মেঘলা। গতকাল রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও বাংলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
।গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী কম। তবে আজ তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গেছে চার ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণবঙ্গের ১২টি জেলায় আজ আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।
জানা যাচ্ছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকতে শুরু করেছে। এর কারণেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, উত্তর ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায়।