একবার ফুল ট্যাঙ্ক করলেই ৮৫৩ কিমি ছুটবে এই গাড়ি! দাম মাত্র ৫.৩ লক্ষ টাকা, চমকে দেবে এটির ফিচার্স

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে যতই বৃদ্ধি পাচ্ছে ব্যক্তিগত গাড়ির (Private Cars) সংখ্যা। এদিকে, গ্রাহকদের চাহিদার ওপর ভর করে এবং খরচের দিকটি মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ গাড়ি নিয়ে আসছে সংস্থাগুলি। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি গাড়ির প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি ইতিমধ্যেই ভারতের সর্বোচ্চ মাইলেজ প্রদানকারী গাড়ি হিসেবে বিবেচিত হচ্ছে। এই গাড়িটি হল Maruti Suzuki Celerio। গাড়িটি 1 লিটার পেট্রোলে 26.68 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর মানে হল, আপনি যদি এই গাড়ির ট্যাঙ্ক ফুল করেন সেক্ষেত্রে আপনি পেট্রোল না ভরে ৮৫৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। উল্লেখ্য যে, Maruti Suzuki Celerio-র দাম 5.37 লক্ষ টাকা থেকে শুরু হয়।

Maruti Suzuki Celerio: এই গাড়িটিতে রয়েছে 1.0 লিটারের পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি 66 হর্সপাওয়ার এবং 89 নিউটন মিটার টর্ক প্রদান করে। পাশাপাশি, ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল বা 5-স্পিড অটোমেটিক গিয়ারবক্স সহ উপলব্ধ হয়। তবে, অটোমেটিক গিয়ারবক্স শুধুমাত্র VXi এবং ZXi ভেরিয়েন্টে রয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, Celerio-র মাইলেজ প্রতি লিটারে 26.68 কিলোমিটার।

This car will run 853 km on a full tank

রয়েছে দুর্দান্ত ডিজাইন: 2023 Celerio-র একটি নতুন ডিজাইন রয়েছে। এটির সামনের অংশ এখন আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় করা হয়েছে। পাশাপাশি, গাড়িটিতে একটি নতুন র‍্যাডিয়েন্ট ফ্রন্ট গ্রিল, শার্প হেডলাইট ইউনিট এবং ফগ লাইট কেসিং রয়েছে। এছাড়াও, ব্ল্যাক অ্যাকসেন্ট বিশিষ্ট ফ্রন্ট বাম্পারও রয়েছে। এদিকে, গাড়ির সাইড প্রোফাইলও এখন আগের থেকে অনেক বেশি স্টাইলিশ। এটিতে নতুন ডিজাইন করা 15 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। পেছনের অংশটিও আধুনিক করে তোলা হয়েছে। যেখানে রয়েছে একটি বডি কালারের রিয়ার বাম্পার, ফ্লুইড লুকিং টেললাইট এবং একটি কার্ভি টেলগেট।

আরও পড়ুন: চিনের “দাদাগিরি” কমাতে আমেরিকার সমর্থনে মাঠে নামছেন আদানি, সামনে এল দুর্ধর্ষ প্ল্যান

রয়েছে বেশি জায়গা: নতুন Celerio-তে বেশি জায়গাও রয়েছে। পাশাপাশি, ভেতরে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট হিল হোল্ড অ্যাসিস্ট, ইঞ্জিন স্টার্ট-স্টপ এবং একটি বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন। গাড়িটির নতুন ডিজাইনের মধ্যে আছে শার্প ড্যাশ লাইন, ক্রোম অ্যাকসেন্ট ও একটি নতুন গিয়ার শিফট ডিজাইন। গাড়িটির 7 ইঞ্চির স্মার্টপ্লে স্টুডিও ডিসপ্লে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে।

আরও পড়ুন: সূর্যের কাছাকাছি গিয়েই কাজে লেগে পড়ল আদিত্য L-1! পাঠাল বড়সড় তথ্য, জানলে চমকে উঠবেন

সেফটি ফিচার্স: নতুন Celerio গাড়িটিতে 12 টি সেফটি ফিচার্স রয়েছে। যার মধ্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, EBD সহ ABS এবং হিল হোল্ড অ্যাসিস্ট। সংস্থার দাবি, এই নতুন Celerio সমস্ত ভারতীয় নিরাপত্তা নিয়ম মেনে চলে। পাশাপাশি, গাড়িটি 6 টি রঙে উপলব্ধ রয়েছে।