শীতের মরশুমে গরম জলে নিশ্চিন্তে করুন স্নান! মাত্র ৯৪৯ টাকায় মিলছে দুর্দান্ত ফিচার্সের এই গিজার

নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চতুর্দিকে হিমেল হওয়ার প্রভাব জানান দিচ্ছে যে শীতের (Winter) আগমন আর বেশি বাকি নেই। পাশাপাশি সম্প্রতিক সময়ে হঠাৎ করেই অনেকটা কমে গিয়েছে তাপমাত্রাও। এমতাবস্থায়, শীতের মরশুম সামনে এলেই ব্যবহার বৃদ্ধি পায় ওয়াটার হিটার তথা গিজারের (Geyser)। পাশাপাশি বাজারেও, এই বৈদ্যুতিক যন্ত্রের বিক্রি লাফিয়ে বৃদ্ধি পায়।

এদিকে, বর্তমানে বাজারে বিভিন্ন রকমের গিজার উপলব্ধ থাকার কারণে ক্রেতারা প্রায়শই বুঝতে পারেন না যে কোন গিজারটি সবথেকে ভালো হবে। এমনকি, অনেক সময় এটাও দেখা যায় যে বেশি দাম দিয়ে অনেকেই খারাপ কোয়ালিটির গিজার কিনে ফেলেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে একদম স্বল্পমূল্যের একটি গিজারের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি সম্পর্কে জানার পর আপনিও এটি কিনতে চাইবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, শীতকালে স্নানের সময় জল গরমের কাজে গিজার ব্যবহার করার ফলে বিদ্যুতের খরচ অনেকটাই বেড়ে যায়। যার প্রভাব পড়ে বিদ্যুতের বিলে। বেড়ে যায় খরচের পরিমাণও। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাদের একটি পোর্টেবল গিজার সম্পর্কে জানাচ্ছি, যেটি কয়েক মিনিটের মধ্যে জল গরম করে এবং এটি ব্যবহার করলে বিদ্যুৎ বিলেও তেমন প্রভাব পড়েনা।

আরও পড়ুন: চেয়েছিলেন DA, কিন্তু মিলল অন্যকিছু! সরকারি শিক্ষকদের জন্য “বিশেষ ব্যবস্থা” সরকারের

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই দুর্দান্ত গিজারের দাম ১,০০০ টাকারও কম। আপনি চাইলেই, ই কমার্স ওয়েবসাইট প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে মাত্র ৯৪৯ টাকার ডিসকাউন্ট প্রাইসে এটি পেতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই গিজারে MCB সংযোগ পাওয়া যায় না। তবে, যদি আপনি MCB কানেক্টিভিটি সহ গিজার কিনতে চান সেক্ষেত্রে এর জন্য আপনাকে ১,৩৪৯ টাকা খরচ করতে হবে।

আরও পড়ুন: ১৭ বছরেই পান ৩০০ কোটির কোম্পানির দায়িত্ব, আজ পৌঁছেছে ৮,০০০ কোটিতে! চমকে দেবে এই সফলতার কাহিনী

রয়েছে দুর্দান্ত ফিচার্স: এই পোর্টেবল গিজারটিতে একটি কাট অফ বৈশিষ্ট্য রয়েছে। যা জল গরম হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ করে না। শুধু তাই নয়, এই গিজারটি ABS বডির সাথে উপলব্ধ হয়। যেটি দীর্ঘ সময় ধরে টেকসই এবং শক্তিশালী থাকে এবং জলের লিক হওয়া রোধ করে।

Take bath in warm water during winter season

এছাড়াও, ছোট আকারের কারণে, এই গিজারটি যে কোনো সময় যে কোনো জায়গায় সহজেই বহন করা যায়। পাশাপাশি, এটি অন্যান্য গিজারের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। গিজারটিকে নিরাপদ করে তুলতে এটিকে শক ফ্রি করা হয়েছে। যার কারণে এটি থেকে শক পাওয়ার সম্ভাবনা নেই। এই গিজারে একটি লাইট ইন্ডিকেটরও দেওয়া হয়েছে। যেখানে জল গরম হলে লাল বাতি জ্বলে ওঠে এবং ঠান্ডা হলে সবুজ বাতি জ্বলে।