এবার স্টারলিঙ্ককে কিস্তিমাত করবে Jio! নয়া চমক আনছে আম্বানি, গ্রাহকদের বিরাট লাভের সম্ভাবনা

নেশনহান্ট ডেস্ক :  ইলন মাস্কের (Elon Musk) স্টারলিংক এখন পাখির চোখ করেছে ভারতকে। বলা হচ্ছে, সব ঠিক থাকলে কেন্দ্রীয় সরকার আগামী বছরের মধ্যে ভারতে স্টারলিংককে প্রবেশের অনুমতি দিতে পারে। এমন পরিস্থিতিতে স্টারলিংককে কুপোকাত করতে নতুন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে জিও।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে আকাশ আম্বানি(Akash Ambani) বর্তমানে জিওর দায়িত্বে রয়েছেন। স্টারলিংককে মতো স্যাটেলাইট ভিক্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার কথা ভাবনা চিন্তা শুরু করেছে জিও। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশ আম্বানির সাথে ঘুরে দেখেন জিওস্পেস ফাইবার পরিষেবা।

আরোও পড়ুন : বড়সড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের! বদলে গেল মাধ্যমিকের দিনক্ষণ, মাথায় বাজ পড়ুয়াদের

সম্প্রতি জিও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে বিপ্লব এনেছে দেশে। জিও এয়ার ফাইবার চালু করার মধ্য দিয়ে দেশে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবার সূচনা হয়েছে। জিও মনে করছে এই পরিষেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পোঁছে দেওয়া সম্ভব হবে ইন্টারনেট পরিষেবা। শুরুতে ৮ টি শহরে জিও তাদের এয়ার ফাইবার সার্ভিস দিচ্ছিল।

আরোও পড়ুন : চলে এল Jio Air Fibre! সুবর্ণ সুযোগ পাওয়া যাবে ১১৫টি শহরে, আপনার এলাকায় রেট কত?

তবে অল্প সময়ের মধ্যে জিও তাদের পরিষেবা দেশের ১১৫ টি শহরে ছড়িয়ে দিয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের শহরগুলিতে বর্তমানে জিওর এই পরিষেবা পাওয়া যাচ্ছে। জিওর এয়ার ফাইবারের সাথে গ্রাহকরা পেয়ে যাবেন  4K স্মার্ট সেট টপ বক্স এবং ভয়েস-অ্যাক্টিভ রিমোট।

jio space fiber 104878636

এর সাথে থাকবে ওটিটি অ্যাপ্লিকেশনগুলি বিনামূল্যে অ্যাকসেস করার সুযোগ। মাত্র ৫৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই পরিষেবার প্ল্যান। হাই স্পিড ইন্টানেটের পাশাপশি গ্রাহকরা পাবেন ৫০০+ ডিজিটাল চ্যানেল দেখার সুযোগ। তারহীন এই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এখন দ্রুত দেশের প্রতিটি কোণায় পোঁছে দেওয়াই লক্ষ্য জিওর।