নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার। যেগুলির মধ্যে একটি বড় অংশ দখল করে রয়েছে ইলেকট্রিক স্কুটার এবং বাইক। এমতাবস্থায়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে একের পর এক দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক লঞ্চ করছে সংস্থাগুলি। এই আবহে এই এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের প্রথম ইলেকট্রিক বাইক সামনে এনেছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাইকপ্রেমীদের অন্যতম পছন্দের কোম্পানি রয়্যাল এনফিল্ড। বেশ কিছুদিন ধরেই এই সংস্থার ইলেকট্রিক বাইককে ঘিরে জল্পনা শুরু হয়েছিল। তবে, এবার ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA মোটর শো-তে কোম্পানিটি তাদের নতুন বাইক Royal Enfield HIM-E প্রদর্শন করেছে। এটি সম্পূর্ণ EV বাইক। তবে, কোম্পানির তরফে এই বাইকের পাওয়ারট্রেন, দাম এবং ডেলিভারি সম্পর্কে কোনো তথ্য এখনও জানানো হয়নি। উল্লেখ্য যে, এটি একটি হাই এন্ড বাইক। যা বিশেষভাবে খারাপ রাস্তায় হাই পারফরম্যান্স প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছে।
দুর্দান্ত লুক: জানিয়ে রাখি যে, Royal Enfield HIM-E দেখতে কোম্পানির হিমালয়ান মডেলের একটি নতুন সংস্করণের মতো। বাইকটিতে কোনো এগজস্ট নেই। এদিকে, বাইকটিতে ফুয়েল ট্যাঙ্কের পরিবর্তে ব্যাটারি সেটআপ বসানো হয়েছে। এছাড়াও রয়েছে স্পোক হুইল। নিরাপত্তার জন্য বাইকটির উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এক কথায়, বাইকটিকে একটি ফাঙ্কি লুক দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এই ব্যবসা থেকে সরে আসার পরিকল্পনা টাটা গ্রুপের! বিক্রির পথে জনপ্রিয় কোম্পানি
বড় টায়ার সহ ভারি সাসপেনশন: বাইকটিতে এক্সট্রা রাবার টায়ার রয়েছে। এছাড়াও, বড় টায়ার সহ ভারি সাসপেনশনও উপলব্ধ রয়েছে। বর্তমানে কোম্পানিটি এই বাইকটির টেস্টিং করছে। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, ২০২৫ সালের মধ্যে এটি উপলব্ধ হয়ে যাবে। আপাতত, কোম্পানি Royal Enfield HIM-E ইলেকট্রিক বাইকের অফিসিয়াল লঞ্চ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: অবশেষে খোঁজ মিলল এলিয়েনের! আবিষ্কারের পর বড় দাবি বিজ্ঞানীদের, জানলে হয়ে যাবেন “থ”
রয়েছে একাধিক সুবিধা: জানিয়ে রাখি, এই বাইকে একটি আকর্ষণীয় গোল লাইট দেওয়া হয়েছে। যেটির ভেতরে রয়েছে একাধিক ছোট ছোট বাল্ব। এতে এলসিডি প্যানেলও রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি একটি হাই পাওয়ার বাইক। পাশাপাশি, এটাও মনে করা হচ্ছে যে, এটি সিঙ্গেল চার্জে হাই ড্রাইভিং রেঞ্জ পাবে। বাইকটিতে নতুন স্টাইলের কার্ভ সিট দেওয়া হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি একটি লং রুটের বাইক। যেটি বিশেষভাবে পাহাড়ে বা উঁচু স্থানে আরোহণের জন্য ডিজাইন করা হয়েছে।