নেশনহান্ট ডেস্ক : ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিওর আগমনের পর বেশ কিছু সংস্থা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রথমে রিলায়েন্স জিও সম্পূর্ণ বিনামূল্যে 4G পরিষেবা দিয়েছে গ্রাহকদের। এরপর অত্যন্ত স্বল্প ট্যারিফের বিভিন্ন ফোরজি রিচার্জ প্ল্যান লঞ্চ করে। এর ফলে বেশ কিছু সংস্থা রীতিমতো বন্ধ হয়ে যায়।
তবে বাজারে রিলায়েন্স জিওর পর নিজেদের আধিপত্য বজায় রাখে এয়ারটেল। গ্রাহক সংখ্যার নিরিখে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল। এয়ারটেল এমন কিছু প্ল্যান নিয়ে এসেছে যেগুলি গ্রাহকদের জন্য বেশ লাভদায়ক। একটা সময় ছিল যখন মোবাইল ফোনে শুধুমাত্র কথা বা মেসেজ চালাচালি করা যেত।
আরোও পড়ুন : বাংলায় কবে প্রবেশ করছে শীত? এইমাত্র বড় আপডেট দিল হাওয়া অফিস
কিন্তু বর্তমানে বিনোদনের অন্যতম সেরা মাধ্যম হচ্ছে এই মোবাইল ফোন। মোবাইল ফোনে বিভিন্ন ওটিটি অ্যাপের সাহায্যে সময়মতো দেখে নেওয়া যায় সিনেমা, ওয়েব সিরিজ, সিরিয়াল। গ্রাহকদের কথায় মাথায় রেখে এয়ারটেল এমন কিছু প্ল্যান এনেছে যেগুলো অত্যন্ত কম খরচে আপনাকে ওটিটি পরিষেবা দেবে।
আরোও পড়ুন : লক্ষ্মীপুজো আর পাঁচালি, এ যেন একে অপরের সমার্থক! জানেন, কেন এই পাঠ করা হয়?
•৩৯৯ টাকার প্ল্যান: বিনামূল্যে ওটিটি পরিষেবা পাওয়ার জন্য আপনাকে নূন্যতম ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। এই প্যাকের বৈধতা ২৮ দিন। আনলিমিটেড ফোন কলিং এর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন ৩ জিবি করে ডাটা। অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা ২৮ দিনের জন্য ১৫টি ওটিটি প্লাটফর্ম এক্সেস এর সুযোগ পাবেন।
•৪৯৯ টাকার প্ল্যান: ৩৯৯ টাকার মতো এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। উপরে উল্লেখিত প্ল্যানটির মতো সব সুবিধা এই প্ল্যানেও পাওয়া যায়। তবে অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা এতে পাবেন ডিজনি hotstar অ্যাপের এক্সেস। তিন মাসের জন্য এই ডিজনি হটস্টার অ্যাপ এক্সেস করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও থাকবে অ্যাপোলো ২৪*৭ সার্কেল বেনিফিট।