নেশনহান্ট ডেস্ক : আমাদের অনেকেরই ইচ্ছা থাকে আইফোন কেনার। কেউ শুধুমাত্র স্টাইল স্টেটমেন্ট হিসাবে আবার কেউ কাজের প্রয়োজনের জন্য আইফোন কিনতে চান। কিন্তু আইফোনের দাম দেখে আমরা অনেকেই পিছিয়ে আসি। তবে এই দীপাবলীর আগে আপনি চাইলে ৭০ হাজার টাকার আইফোন কিনতে পারবেন মাত্র ১৯,৯৯৯ টাকায়।
কি চমকে গেলেন তো? ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, এই অসাধারণ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট। Flipkart Big Diwali Sale-এ আপনারা ২০ হাজার টাকারও কম দামে কিনতে পারবেন Iphone 14। এই মুহূর্তে বাজারে ৬৯,৯৯০ টাকা দাম Iphone 14 এর। সম্প্রতি বাজারে এসেছে Iphone 15।
আরোও পড়ুন : এবার দক্ষিণবঙ্গেই পাবেন ‘কেরালা’র সৌন্দর্য, খরচও খুব সামান্য! লোকালে করেই ঘুরে আসুন এই জায়গা
নতুন এই আইফোন মডেল বাজারে আসার পর জনপ্রিয়তা কিছুটা কমেছে Iphone 14 এর। Flipkart Big Diwali Sale-এ Iphone 14 এই মুহূর্তে ১৫ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ৫৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। SBI ও Flipkart Axis Bank-কার্ড থাকলে অতিরিক্ত ৪০০০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা। এই ডিসকাউন্ট এর পর আইফোন ফোরটিনের দাম দাঁড়াবে ৫০,৯৯৯ টাকা।
আরোও পড়ুন : অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গে এই দিন ঢুকে পড়ছে শীত! বড় আপডেট দিল IMD
অর্থাৎ এখানেই প্রায় কুড়ি হাজার টাকা দাম কমে গেল আইফোনটির। Flipkart Big Diwali Sale-এ কীভাবে ১৯৯৯৯ টাকায় iphone 14 কিনতে পারবেন সেই হিসাবটা একটু দেখে নেওয়া যাক। ১৯৯৯৯ টাকা ডাউন পেমেন্ট করে আপনারা ইএমআই-তে কিনতে পারেন iphone 14। বাকি টাকাটা আপনাকে NO COST EMI-তে প্রতি মাসে মিটিয়ে দিতে হবে।
এছাড়াও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার রয়েছে ফ্লিপকার্টে। আপনি আপনার পুরনো ফোন নতুন iphone কেনার সময় এক্সচেঞ্জ করতে পারেন। এর ফলে পেয়ে যাবেন অতিরিক্ত ডিসকাউন্ট। সব মিলিয়ে, মোটা অঙ্কের ডিসকাউন্ট মিলবে আর আপনার হাতেও চলে আসবে স্বপ্নের আইফোন। তাই দেরী না করে ঝটপট বুক করে ফেলুন।