নেশন হান্ট ডেস্ক: 4G-র গন্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে 5G পরিষেবা। আর এই পরিষেবা শুরু করার ক্ষেত্রে যে টেলিকম সংস্থা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হল Reliance Jio। অল্প সময়ের মধ্যেই দেশের বিস্তীর্ণ অংশে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে এই সংস্থাটি। এদিকে, বর্তমানে 4G-র দামেই 5G পরিষেবা উপলব্ধ করছে Jio।
এমতাবস্থায়, Jio-র 5G পরিষেবার ক্ষেত্রে ট্যারিফ বৃদ্ধির বিষয়ে কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। তবে, এবার এই বিষয়ে বড় তথ্য সামনে এসেছে। শুধু তাই নয়, বিষয়টির পরিপ্রেক্ষিতে Jio-র প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন তাঁর মতামত সামনে এনেছেন। মূলত, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আপাতত কোনো প্ল্যানেরই দাম বাড়ানোর পথে হাঁটছে না সংস্থা।
আসলে, গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যেই প্ল্যানগুলিকে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই প্রসঙ্গে Jio-র প্রেসিডেন্ট জানিয়েছেন, Airtel, Vi, BSNL/MTNL-এর ২৪০ মিলিয়ন গ্রাহককে নিজেদের দিকে আকৃষ্ট করার প্রতি গুরুত্ব দিচ্ছে Jio। তিনি বলেন, “রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং Jio-র চেয়ারম্যান আকাশ আম্বানি মনে করেন এখনও দেশের যে ২০০ মিলিয়ন মানুষ 2G নেটওয়ার্কের মধ্যে রয়েছেন, তাঁদেরকে ডিজিটাল অভিজ্ঞতা পৌঁছে দিতে হবে।”
আরও পড়ুন: শেষ হচ্ছে না ছুটি! সরকারি কর্মীদের জন্য পুজোর পরেও রয়েছে লম্বা হলিডের লিস্ট, দেখুন তালিকা
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ট্যারিফ বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই Airtel-এর প্রধান গোপাল ভিত্তল দাবি করেছিলেন যে, দীর্ঘ মেয়াদের ভিত্তিতে এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে গ্রাহক পিছু মাসিক খরচের পরিমাণ ৩০০ টাকা হওয়া উচিত। এদিকে, Airtel-এর ক্ষেত্রে গ্রাহক পিছু মাসিক খরচ Jio-র তুলনায় অনেকটাই বেশি। যেটি হল প্রায় ২০০ টাকা। এদিকে, Vi-ও গ্রাহক পিছু খরচ বৃদ্ধির দাবি জানালেও Jio-র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আপাতত তারা ট্যারিফ বাড়াবে না।
আরও পড়ুন: গলতে পারবে না মশাও, ভারতেই তৈরি হচ্ছে Iron Dome! ৩৫০ কিমি দূরে থাকা শত্রুও হবে নিকেশ
প্রসঙ্গত উল্লেখ্য যে, গ্রাহক পিছু খরচের দিক থেকে Jio-র গ্রাহকরা বিগত ত্রৈমাসিকের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিমাসে গড়ে ১৮১.৭ টাকা খরচ করেন। এর আগের ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল ১৭৭.২ টাকা। এদিকে, তার আগের ত্রৈমাসিকে আবার প্রতিমাসে গড়ে Jio-র গ্রাহকরা খরচ করেছিলেন ১৮০.৫ টাকা।