নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে এবং গ্রাহকদের চাহিদার ওপর ভর করে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান সামনে আনছে টেলিকম সংস্থাগুলি। শুধু তাই নয়, এই বিষয়ে রীতিমতো কড়া টক্কর চলে টেলিকম সংস্থাগুলির মধ্যে। কে কত কম দামে দুর্ধর্ষ সব ফিচার্সের রিচার্জ প্ল্যান সামনে আনতে পারে এই বিষয়েই চলে প্রতিযোগিতা। এমতাবস্থায়, এই টক্কর Vodafone-Idea, Reliance Jio, Bharti Airtel-এর মতো সংস্থাগুলিতে স্পষ্টভাবে পরিলক্ষিত হলেও পিছিয়ে নেই BSNL-ও।
বরং, গ্রাহকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে বর্তমানে প্রায়শই একের পর এক দুর্দান্ত প্ল্যান সামনে আনছে BSNL। এমতাবস্থায়, এই প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে BSNL-এর এমন কয়েকটি সস্তার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো যেগুলি রীতিমতো অবাক করে দেবে আপনাকে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BSNL তার ব্যবহারকারীদের জন্য তুলনামূলক সস্তা রিচার্জ প্ল্যান উপলব্ধ করে। পাশাপাশি, প্রচুর সুবিধাও প্রদান করে। এছাড়াও, প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যানের পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও দুর্দান্ত অফার নিয়ে এসেছে BSNL। এমতাবস্থায়, আপনি যদি বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে BSNL-এর সস্তা ব্রডব্যান্ড প্ল্যান আপনার কাজে আসতে পারে। উল্লেখ্য যে, BSNL-এর এমন কিছু সাশ্রয়ী প্ল্যান রয়েছে যেখানে আপনি ১,০০০ GB পর্যন্ত ইন্টারনেট ডেটা পেতে পারেন।
আরও পড়ুন: এবার দিঘা নিয়ে নয়া ভাবনা! জগন্নাথ মন্দিরের দ্বার খুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, কবে থেকে খুলবে ?
৩২৯ টাকার প্ল্যান: প্রথমেই আমরা যে প্ল্যানটি সম্পর্কে জানাবো সেটির দাম হল ৩২৯ টাকা। সস্তার এই প্ল্যানে গ্রাহকরা একাধিক সুবিধা পান। ব্রডব্যান্ড প্ল্যানটির বৈধতা হল ১ মাস। পাশাপাশি, এই প্ল্যানে ব্যবহারকারীরা সম্পূর্ণ মেয়াদে সর্বমোট ১০০০ GB ডেটা পাবেন। পাশাপাশি, গতি থাকবে ২০ এমবিপিএস। তবে, ১,০০০ GB ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকেরা ৪ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউ ক্র্যাক করলেই কেল্লাফতে! প্রচুর লোক নেবে বন্ধন ব্যাংকে, আবেদন করুন শিগগিরই
৩৯৯ টাকার প্ল্যান: BSNL-এর আরেকটি জনপ্রিয় ব্রডব্যান্ড প্ল্যানের দাম হল ৩৯৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটিও ১ মাস। পাশাপাশি, এটিতেও গ্রাহকেরা ১,০০০ GB ডেটা ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য যে, এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, ডেটা লিমিট শেষ হয়ে গেলেও এক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
৭৯৯ টাকার প্ল্যান: এছাড়াও, BSNL-এর ৭৯৯ টাকারও একটি প্ল্যান রয়েছে। যেটিতে ব্যবহারকারীরা ১ মাসের জন্য ১,০০০ GB ডেটা পাবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এতে গ্রাহকরা ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, ১,০০০ GB ডেটা ব্যবহারের পরে গ্রাহকেরা ৫ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলেও জানা গিয়েছে।