দীপাবলিতে দুর্দান্ত উপহার নিয়ে এলেন আম্বানি! লঞ্চ হল মাত্র ২,৪৯৯ টাকার JioPhone Prima, ফিচার্স শুনলে চমকে যাবেন

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি Reliance Jio। মাত্র কয়েক বছরের মধ্যেই গ্রাহকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থা। পাশাপাশি ইতিমধ্যেই, দেশজুড়ে 5G পরিষেবাও শুরু করেছে Reliance Jio। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ প্ল্যান চমক সামনে আনে সংস্থাটি।

সেই রেশ বজায় রেখেই এবার Reliance Jio তাদের 4G ফিচার ফোন JioPhone Prima লঞ্চ করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। প্রথমেই জানিয়ে রাখি যে, কিছুদিন আগেই সংস্থার পক্ষ থেকে এই নতুন ফোনটিকে IMC 2023 (ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস) ইভেন্টে প্রথমবার সামনে আনা হয়। তবে এবার অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল JioPhone Prima।

আরও পড়ুন: এবার উড়বে ট্যাক্সি, ১.৫ ঘণ্টার সফর শেষ হবে ৭ মিনিটে! ভারতে কবে থেকে শুরু পরিষেবা?

জানা গিয়েছে যে, এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২,৫৯৯ টাকা। এমতাবস্থায়, গ্রাহকেরা JioPhone Prima ফোনটি অফলাইন রিটেইল স্টোরের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল সহ Jio মার্ট ইলেকট্রনিক্স এবং Amazon থেকে কিনতে পারবেন।

আরও পড়ুন: দীপাবলির আগেই মিলল সুখবর! PF অ্যাকাউন্টধারীরা পেলেন দুর্দান্ত উপহার, সামনে এল বড় আপডেট

রয়েছে দুর্দান্ত ফিচার্স: এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল ফোনটি ২৩ টি ভাষা সাপোর্ট করে। অর্থাৎ ফোনটি ২৩ টি বভাষায় ব্যবহার করা যাবে। যাঁরা কম দামের মধ্যে ভালো কিপ্যাড ফোন চান তাঁদের জন্য এটি একদম উপযুক্ত। আপনি খুব সহজে এটির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ফোনে ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার্স রয়েছে।

Ambani's big surprise before Diwali

পাশাপাশি, ফোনটি লুক এবং ডিজাইনও যথেষ্ট আকর্ষণীয়। ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দিতে চেয়েছে সংস্থা। JioPhone Prima-তে রয়েছে একটি ২.৪ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে ১৮০o mAh-এর ব্যাটারি। এদিকে, ভিডিও কল এবং ফটোগ্রাফির জন্য ফোনটির দু’দিকে ডিজিটাল ক্যামেরা প্রদান করা হয়েছে। পাশাপাশি, ব্যাক প্যানেলে রয়েছে ফ্ল্যাশ লাইটও। জানিয়ে রাখি যে, এই ফোনের সাহায্যে আপনি জিও পে ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এছাড়াও, জিও টিভি সহ জিও সিনেমা ও জিও সাওয়ানের মতো প্রিমিয়াম ডিজিটাল সার্ভিসও উপলব্ধ রয়েছে।