নেশন হান্ট ডেস্ক: এবারের বিশ্বকাপে (Cricket World Cup) সমগ্র টুর্নামেন্ট ধরেই ভারত (India) অপ্রতিরোধ্য থাকলেও ফাইনালের দিন ঘটে ছন্দপতন। আর তার সাথে সাথেই ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেকে যায় অধরা। টানা ১০ টা ম্যাচ জেতার পরেও ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। যা মন ভেঙে দিয়েছে ১৪০ কোটি ভারতবাসীর।
এদিকে, ফাইনালের ওই ম্যাচ শেষ হওয়ার পরেই টিম ইন্ডিয়ার হারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় একাধিক প্রতিক্রিয়া সামনে এসেছে। সমগ্র টুর্নামেন্ট জুড়ে করা দুর্দান্ত পারফরম্যান্স যেন এক মুহূর্তে মিলিয়ে গেছে ফাইনালের ওই একটি ম্যাচেই। তবে, ভারতের এই হারের পরিপ্রেক্ষিতে কার্যত আনন্দে মেতেছে আমাদের একটি প্রতিবেশী দেশ। যদিও, তার ফলও হাতেনাতে পেয়ে গেল তারা।
আরও পড়ুন: দীপুদা তো অনেক হল! এবার হবে মমতার সাধের ‘নতুন দার্জিলিং’, কোথায় হবে জানেন?
এতক্ষণে অনেকেই বুঝতে পেরেছেন যে আমরা বাংলাদেশের কথা বলছি। টিম ইন্ডিয়া বিশ্বকাপের হাতছাড়া হওয়ার বিষয়টি ওই দেশের সমর্থকদের কাছে যেন উৎসবের আমেজ তৈরি করেছিল। রীতিমতো আনন্দে মেতে উঠেছিলেন তারা। এমনকি এই সংক্রান্ত একাধিক পোস্ট এবং ভিডিও সামনে আসে সোশ্যাল মিডিয়া মারফত পথ। আর সেইখানেই স্পষ্ট হয়ে যায় পুরো বিষয়টি।
আরও পড়ুন: দোরগোড়ায় শীত, কুড়ির ঘরে নামল পারদ! আর দুদিনেই এক্কেবারে বদলে যাবে ওয়েদার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের বিশ্বকাপ পরাজয়ের বিষয়টি মহাসমারোহে উদযাপন করা হচ্ছে। পাশাপাশি, ওই ভিডিওটিতে প্রচুর সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে, যাঁরা বড় পর্দায় ওই ম্যাচটি দেখে ভারতের হারের বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন।
দার্জিলিংয়ের হোটেল বাংলাদেশিদের করল নিষিদ্ধ:
এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গর্জে উঠেছেন ভারতীয়রা। পাশাপাশি, তাঁদের এহেন আচরণের ধিক্কারও জানানো হচ্ছে। উঠেছে বাংলাদেশকে বয়কটের ডাকও। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে প্রচুর পোস্ট সামনে আসছে। ঠিক এই আবহেই এবার বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল দার্জিলিংয়ের Royoporus Taktsang হোটেল। ওই হোটেলটির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, “আমাদের হোটেলে বাংলাদেশি ট্যুরিস্টদের বুকিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল।” সোশ্যাল মিডিয়া মারফত এই বিষয়টি সামনে এনেছে হোটেল কর্তৃপক্ষ। যেটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।