বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন! দল ছাড়লেন এই কিংবদন্তি

নেশন হান্ট ডেস্ক: এবারের মতো বিশ্বকাপের (World Cup) স্বপ্ন অধরাই থেকে গেল পাকিস্তানের (Pakistan) কাছে। শুধু তাই নয়, বিশ্বকাপের মতো বড় ক্ষেত্রে খারাপ পারফরম্যান্সের পর পাকিস্তান দল ইতিমধ্যেই দেশে ফিরেছে। তবে, দেশে পৌঁছনোর সাথে সাথেই এবার পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন সৃষ্টি হল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের ক্রিকেট দল ছেড়েছেন এক তারকা খেলোয়াড়।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার মর্নি মর্কেল পদত্যাগ করেছেন। উল্লেখ্য যে, ২০২৩ সালের জুন মাসে মর্নি মর্কেল পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন। তাঁকে ৬ মাসের জন্য পাকিস্তান দলের বোলিং কোচ করা হয়। এদিকে, শাহীন আফ্রিদি ছাড়া অন্য পাকিস্তানি বোলাররা এই বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেননি।

পাশাপাশি, পাকিস্তানের বোলারদের ফ্লপ হওয়ার বিষয়টিও বিশ্বকাপে তাঁদের খারাপ পারফরম্যান্সের একটি গুরুত্বপূর্ণ কারণ। পয়েন্ট টেবিলে পাকিস্তান দল ছিল পঞ্চম স্থানে। এদিকে, ওই দলের নেট রানও ছিল খুবই খারাপ। লিগের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। এমন পরিস্থিতিতে, মর্নি মর্কেলের পদত্যাগের পর এবার পাকিস্তানি বোর্ড দ্রুত তাঁর রিপ্লেসমেন্টের ঘোষণা করবে।

আরও পড়ুন: খরচের পাশাপাশি বাড়বে লোন! iPhone তৈরি করতে গিয়ে সমস্যায় পড়বে টাটা গ্রুপ? 

উল্লেখ্য যে, আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান দল। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ। যা চলবে ৭ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাক তারকা উমর গুলকে পাকিস্তানের নতুন বোলিং কোচ করা হতে পারে। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই নতুন বোলিং কোচ ঘোষণা করবে পাকিস্তানি বোর্ড।

আরও পড়ুন: ছিলেন মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট! মডেলিং ছেড়ে UPSC-র প্রস্তুতি নিয়ে প্রথমবারেই IAS হলেন ঐশ্বর্য

এদিকে, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান মাত্র ৪ টি ম্যাচে জিতেছে এবং ৫ টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। এই বিশ্বকাপে পাকিস্তান আফগানিস্তানের কাছেও হেরেছে। পাশাপাশি একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যে, এবার আফগানিস্তান দল পাকিস্তান দলের চেয়ে ভালো পারফর্ম করেছে।