IPL’এ সেকেন্ড পজিশনে রিঙ্কু! দিন মজুরের ছেলে সাকিবের লড়াই চোখে জল আনবে আপনারও

নেশনহান্ট ডেস্ক : আইপিএল ২০২৪ এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৯শে ডিসেম্বর। দুবাইয়ে অনুষ্ঠিত এই নিলাম অনুষ্ঠানে উঠতে চলেছে ৩৩৩ জন খেলোয়াড়ের নাম। এই শত শত খেলোয়াড়দের মধ্যে এবার এমন একটি নাম উঠে এসেছে যিনি কঠোর পরিশ্রম ও অধ্যাবস্যার জোড়ে পৌঁছেছেন এই উচ্চতায়।

বিহারের (Bihar) গোপালগঞ্জের বাসিন্দা ফাস্ট বোলার লাল সাকিব হুসেনের (sakib hussain) নাম এবার থাকতে চলেছে এই নিলাম অনুষ্ঠানে। সাকিবের জীবন সংগ্রাম সবাইকে অভিভূত করবে। তার লড়াই অনুপ্রেরণা জোগাবে আরো অসংখ্য মানুষকে। গোপালগঞ্জের লাল সাকিব হুসেনের নাম ২০২৪ সালের আইপিএল নিলামে আসার পর এলাকা জুড়ে এখন খুশির আমেজ। 

আরোও পড়ুন : হু হু করে কাঁপছে দক্ষিণবঙ্গবাসী! একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

নেট বোলার হিসেবে সাকিবকে বেছে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। আসন্ন নিলামে সাকিবের বেস প্রাইস কুড়ি লাখ টাকা। লাল সাকিব হুসেনের বাবা আলী আহমেদ হুসেন কেন্দ্রীয় শ্রমিক। চার ভাইয়ের মধ্যে তৃতীয় সন্তান সাকিব। ছোটবেলায় সাকিব খেলা দেখতে যেতেন মিঞ্জ স্টেডিয়ামে। ক্রিকেটের প্রতি ভালবাসা তখন থেকেই জন্ম নেয় সাকিবের মনে।

আরোও পড়ুন : পর্যটকদের এবার সোনায় সোহাগা! বড়দিনের আগেই বড়সড় বদল, দিঘায় মিলবে দ্বিগুণ মজা

প্রথমবারের জন্য মিঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে খেলার সুযোগ পান তিনি। বিহার ক্রিকেট লিগে সাকিব ২০২১ সালে যুক্ত হন। চণ্ডীগড়ে অনূর্ধ্ব -১৯ টুর্নামেন্টেও খেলার সুযোগ পান তিনি। সেই খেলায় সাকিব সর্বোচ্চ ক্রিকেট শিকারি হন। সাকিবের অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি নাকি ফোন পেয়েছিলেন চেন্নাই, কেকেআর, মুম্বই এবং দিল্লি ফ্র্যাঞ্চাইজি থেকেও।

শৈশবের কথা স্মরণ করে সাকিবের মা বলেছেন, “ছোটবেলায় পড়াশোনার প্রতি মনোযোগ ছিল না সাকিবের। তবে খুব ভালোবাসতো ক্রিকেট খেলতে। ও যখন খেলবে সবাই টিভির সামনে বসে থাকবে।”  অত্যন্ত সাধারণ পরিবারের সাকিব অসাধারণ দক্ষতার জোরে আজ উঠে এসেছেন অনেকটা। আগামী আইপিএলে সুযোগ পেলে তিনি ফের একবার প্রমাণ করবেন আর্থিক অসচ্ছলতা বা প্রত্যন্ত এলাকায় থাকা কখনোই বাধার কারণ হতে পারে না।