শ্রীলঙ্কা ছাড়াও এই ৬ টি দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ICC! দ্বিতীয় দলটির নাম অবাক করবে

নেশন হান্ট ডেস্ক: চলতি বছরে বিশ্বকাপ (Cricket World Cup) চলাকালীন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ICC (International Cricket Council)। মূলত, ICC-র তরফে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছে। যদিও, এর আগেও ICC একাধিক দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১. ব্রুনেই: প্রথমেই আমরা যে দেশটির বিষয়ে জানাবো সেই দেশটির ক্রিকেট বোর্ড তেইশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পৃষ্ঠপোষক সদস্য ছিল। তবে, কাউন্সিলের সাতটি নিয়ম মেনে চলতে ব্যর্থ হয় তারা। এমন পরিস্থিতিতে, ২০১৩ সালে তাদের এই বিষয়ে অবগত করা হলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ২০১৪ সালে ব্রুনেইর ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করা হয় এবং ২০১৫ সালে সদস্যপদ কেড়ে নেওয়া হয়।

২. জিম্বাবোয়ে: নব্বইয়ের দশকে ক্রিকেটের মাধ্যমে সাড়া জাগিয়েছিল জিম্বাবোয়ে। কিন্তু, অতীতে ওই দেশের ক্রিকেট বোর্ডকেও বরখাস্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, রাজনৈতিক হস্তক্ষেপ এবং নির্বাচন সম্পর্কে স্পষ্ট কোনো পরিকল্পনার অভাবের কারণেই জিম্বাবোয়ের ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়।

৩. কিউবা: কিউবার ক্রিকেট কমিশন ICC-তে অনুমোদিত সদস্য হিসেবে ২০০২ সালে যোগদান করেছিল। যদিও, ২০১৩ সালে ICC-র নির্দেশ না মানায় ওই দেশের ক্রিকেট কমিশনকে সাময়িক বরখাস্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তারা এখনও এর বাইরে রয়েছে।

আরও পড়ুন: জমে উঠেছে টক্কর, ফ্রি ইন্টারনেটের ঘোষণা মাস্কের! পাল্টা চমক দিতে বড় প্রস্তুতি আম্বানির

৪. মরক্কো: জানিয়ে রাখি যে, ১৯৯৯ সালে ICC-র অনুমোদিত সদস্য হিসাবে যোগদান করেছিল রয়্যাল মরোক্কো ক্রিকেট ফেডারেশন। ২০০২ সালে মরক্কো আলোচনায় উঠে এসেছিল। মূলত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে মরক্কো কাপ আয়োজন করা হয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত আফ্রিকার এই দেশটি ICC-র সদস্য তালিকায় ছিল। ওই দেশের ক্রিকেট ফেডারেশনের বিরুদ্ধে ২০১৪ সালে চারটি আইন না মানার অভিযোগ তোলা হয়। এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে পাঁচ বছর পর তাদের সদস্যপদ বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: এবার ঋণ, ক্রেডিট কার্ড নিলে বাড়বে বিপদ! বড় সিদ্ধান্ত RBI-র, বিপাকে জনতা

৫. জাম্বিয়া: ২০১৪ সালে ICC-র কাছ থেকে প্রথম সতর্কবার্তা পেয়েছিল জাম্বিয়ার ক্রিকেট বোর্ড। মূলত, সংশ্লিষ্ট বোর্ডের আর্থিক সংবিধি ৫.৩-এর সাথে সঙ্গতিপূর্ণ ছিল না বলে জানা যায়। অর্থাৎ, সোজা কথায় আর্থিক হিসেব মেলাতে পারেনি ওই দেশের ক্রিকেট বোর্ড। এমতাবস্থায়, ২০১৯ সালে ICC-র তরফে জাম্বিয়া ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয় ও তাদের সদস্যপদ বাতিল করে দেওয়া হয়।

 Apart from Sri Lanka, ICC has taken strict action against these 6 teams

৬. রাশিয়া: জানিয়ে রাখি যে, ২০২১ সালে বোর্ডের ৭৮ তম বার্ষিক সাধারণ সভার পর ICC-র তরফে নোটিশ পায় রাশিয়া। মূলত, করোনার সময় ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে রাশিয়াকে সমস্যা সমাধানের জন্য এক বছরের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু, রাশিয়া ওই বিষয়ে ব্যর্থ হলে ২০২২ সালের ২৬ জুলাই তাদের সদস্যপদ বাতিল করে ICC।