আজকের রাশিফল ৫ নভেম্বর, রবিবার! বড়সড় সাফল্য সূর্যদেবের কৃপায়, সুখ দেখবে ৪ রাশি

নেশনহান্ট ডেস্ক: জ্যোতিষ শাস্ত্রের উপর ভরসা রাখে দেশের বহু মানুষ। রাশিফল হলেও সেই জ্যোতিষ শাস্ত্রের একটা অংশ। রাশিফলের ওপর নজর রেখেই দিন শুরু পরামর্শ দিন বহু শাস্ত্রজ্ঞ পন্ডিত। জীবনের ভালো-মন্দ সমস্ত কিছুই নির্ভর করে রাশির উপর। আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্ক আপনি রাশিফলের দিকে চোখ রাখলে একটা আঁচ করতে পারবেন। তাই কোন রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা করে নেওয়া যাক।

মেষ রাশি: তাড়াহুড়ো করে আজকে কোন সিদ্ধান্তই গ্রহণ করা উচিত হবে না। আর্থিক দিক থেকে দিনটা বেশ ভালই যাবে। পাশাপাশি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। প্রেমের জীবনে বেশ চমক দেখতে পাবেন। আপনার কাছে যেহেতু বেশ কিছুটা সময় থাকবে, তাই নিজের ইচ্ছেমতো অবসর জীবন কাটাতে পারবেন।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় রাখার জন্য বাড়িতে ১০৮ দিন ধরে গঙ্গাজল ছড়ান।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার থেকে আগে যদি কেউ  ধার নিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি আপনাকে আজকে টাকা ফেরত দিয়ে দিতে পারে। সাফল্য আজকে আপনার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেবে। প্রেমের জন্য ও দিনটি বেশ ভালো। একই সঙ্গে পরিবারের লোকজনদের সঙ্গে দুর্দান্ত একটা সময় কাটাতে পারবেন। বিবাহিতদের জীবনে নানান চমক।

প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ দেখার জন্য সবুজ রঙের পোশাক করুন।

মিথুন রাশি: এই রাশি জাতক-জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উচিত নিরাপদ জায়গায় টাকা রাখা। নাহলে চুরির কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ গুরুত্ব দিন শরীরের ওপর। প্রেমের ক্ষেত্রে দিনটি যেমন খুব ভালো যাবে ঠিক তেমনভাবে পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের সঙ্গেও দারুন সময় কাটাতে পারবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটানোর ফলে আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন না।

প্রতিকার : শারীরিক দিক থেকে সুস্থ থাকার প্রদীপ জ্বালান।

কর্কট রাশি: সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। এই রাশি জাতক-জাতিকাদের মধ্যে যারা রসিক মনোভাবাপন্ন তাহলে সবাইকে সহজেই আকর্ষণ করবে। প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। বাবার কাছ থেকে কোন পরামর্শ পেলে আপনি কর্মক্ষেত্রে ভীষণভাবে লাভবান হবেন। বেশ খানিকটা সময় আজকে আপনার ঘুমিয়েই কেটে যাবে।

প্রতিকার : প্রেমের জীবনকে সুখকর করতে দরিদ্র পড়ুয়াদেরকে পড়াশোনার জিনিসপত্র দান করুন।

সিংহ রাশি: পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটা দুর্দান্তভাবে আপনার কেটে যাবে। একটা কথা মাথায় রাখবেন যে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় সম্ভাবনাও রয়েছে। আজকে যদি আপনি কোন পার্টির আয়োজন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সবথেকে ভালো বন্ধুদেরকে আমন্ত্রণ জানানো উচিত। মনে রাখবেন এই সমস্ত বন্ধু বান্ধবী আপনাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবেন। কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনী সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার : সব সময় নিজের কাছে ভগবান গণেশের ছবি রাখুন তাতে প্রেমের জীবন সুখকর হয়ে উঠবে।

কন্যা রাশি: শরীর নিয়ে অযথা বেশি ভাববেন না। তাড়াহুড়ো করে কোন কিছু বিনিয়োগ করার আগে দশবার ভাবুন। মাথায় রাখবেন আপনার কিন্তু ক্ষতি হতে পারে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে খুব ভালো। বেশ খানিক তো অবসর সময় হাতে পাওয়ার জন্য আপনি নিজের ইচ্ছেমতো সময়টাকে কাটিয়ে নিতে পারবেন।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য মন থেকে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাকে দূরে সরিয়ে ফেলুন। পরনিন্দা পরচর্চা একেবারেই করবেন না।

তুলা রাশি: কোথায় কোথায় আপনার টাকা খসে যাচ্ছে সেদিকে বিশেষ খেয়াল রাখুন। বিশেষ গুরুত্ব না দিলে আর্থিক সংকটে সম্মুখীন হবেন। সারাদিনের বেশ খানিকটা সময় খেলাধুলা করে কেটে যাবে। আপনার রসিক মনোভাবের জন্য সহজেই আপনার কাছে আসার চেষ্টা করবেন বহু মানুষ। এই রাশি জাতক জাতিকারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের অনেক বেশি সতর্ক হতে হবে। অর্ধাঙ্গিনীর কোন আচরণ আজকে আপনার খুব খারাপ লাগতে পারে।

প্রতিকার : প্রেমের জীবনে মধুরতা বজায় রাখার জন্য মানুষটি সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মিছরি জল খেয়ে যান।

বৃশ্চিক রাশি : মন থেকে আজকে সমস্ত নেগেটিভিটিকে একেবারে দূরে ঠেলে ফেলুন। কোন বড় অনুষ্ঠানে আজকে আপনি সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের ক্ষেত্রেও দিনটা বেশ ভালই কাটবে আপনার। কোন সেমিনার বা প্রদর্শনীতে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন জ্ঞান অর্জন করতে আজকে আপনি সক্ষম হবেন। বিবাহিত জীবনে কোন সমস্যা হলে সেটা নিজে নিজেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতির জন্য খাবারের লাল লঙ্কা বেশি পরিমাণে ব্যবহার করুন।

ধনু রাশি: আপনার মনমুগ্ধকর আচরণে সবাই খুশি হবেন। তবে আজকের দিনে পরিবারের কোন সদস্যের দুর্ব্যবহার আপনার খুব খারাপ লাগতে পারে। মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করার চেষ্টা করুন। বেশ খানিকটা অবসর সময় আজকে আপনি হাতে পাবেন। সেই সময়টা ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে কাটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রেমের জীবনে সতর্ক থাকার পাশাপাশি মাথায় রাখবেন যে আজকে কিন্তু আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতির জন্য বাড়ির জানালাগুলো সৌন্দর্য বাড়ান।

মকর রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকে অযথা অর্থব্যয়ের বদভ্যাসকে ত্যাগ করুন। কিভাবে অর্থ সঞ্চয় করা যায়। কোন নতুন পারিবারিক দায়িত্ব পেতে পারেন আপনি। মাথা ঠান্ডা রেখে কথা বলার চেষ্টা করুন। ভালবাসার মানুষটির সঙ্গে সংযত আচরণ করুন। আজ আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। বিবাহিত জীবনে বিশেষ সমস্যার সম্মুখীন হতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবনের সুখ-শান্তি বজায় রাখার জন্য ব্যাগে সবসময় এক টুকরো সাদা সিল্কের কাপড় রাখুন।

কুম্ভ রাশি: আপনার আজ প্রচুর অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই, সতর্ক থাকুন। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ কোথাও কেনাকাটা করতে গিয়ে নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন। বন্ধুদের সাথে আজ সংযত হয়ে কথা বলুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য খেতে বসার আগে পা ধুয়ে নিন এবং সম্ভব হলে জুতো খুলে খেতে বসুন।

মীন রাশি: আজ আপনি কোনো কাজে সবার কাছ থেকে সমর্থন পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস আজ অনেকটাই বেড়ে যাবে। কাজের জায়গায় আজ প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলতে হবে আপনাকে। পাশাপাশি আপনার রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনটি ভালোভাবে কাটবে পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে। কোনো অপ্রত্যাশিত সুসংবাদ আজ আপনার কাছে আসতে পারেন। সব মিলিয়ে বলা যায়, আপনার মন ভালো হয়ে যাবে। সুখ এবং শান্তি বজায় থাকবে বিবাহিত জীবনে ।

প্রতিকার: অযথা তর্ক থেকে দূরে থাকতে কোনো অভাবী ব্যক্তিকে কয়লা দান করুন।