আজকের রাশিফল ৯ ডিসেম্বর, শনিবার। বড় ঠাকুরের কৃপায় খুলবে কপাল, সোনায় সোহাগা এই রাশিগুলির

নেশনহান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। নাহলে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রাচীন কোনো জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নিজে থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।

 প্রতিকার: প্রতিটি কাজে উন্নতির জন্য মাছেদের খাবার প্রদান করুন।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। বাড়ির কোনো কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। প্রেমের জীবনে নিজেকে সংযত রাখুন। আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে গুরুত্বপূর্ণ সব নথিগুলি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য পাখিদের আটার তৈরি রুটি খাওয়ান।

মিথুন রাশি :  কোন সামাজিক কাজকর্ম করার জন্য আজকের দিনটি খুব ভালো। নানান কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনার মনও খুব ভালো থাকবে। তবে এই রাশি জাতক-জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে যে, সমস্ত রকম নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে দিতে হবে। নাহলে এগুলি আপনার শরীরকে প্রভাবিত করবে। তবে আজকের দিনে বিনিয়োগ করার ইচ্ছে হলে খুব ভেবেচিন্তে পা ফেলাই হবে বুদ্ধিমানের কাজ। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কও সুন্দর থাকবে।

প্রতিকার: আয় বৃদ্ধি করার জন্য একটি গোলাকার ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখুন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আত্মীয় স্বজনদের সঙ্গে দিনটি আনন্দে কাটানোর জন্য আপনার স্বাস্থ্যের বেশ উন্নতি ঘটবে। তাদের সাথে আপনি কোন বিশেষ পরিকল্পনাও করতে পারেন। প্রেমিক-প্রেমিকারা নিজেদের আচরণের ক্ষেত্রে সংযত থাকুন। ইচ্ছে করলে আজ সিনেমা হল থেকেও একটু ঘুরে আসতে পারেন।

প্রতিকার : প্রেমের জোয়ারে ভাসার জন্য প্রত্যেকদিন মধু সেবন করুন।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে খুব একটা ভালো নয় আজকের দিনটি। তাই, অবশ্যই সতর্ক থাকুন। আজকে অত্যন্ত সচেতনতার সাথে কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সামলান। আজ আপনি মানসিক দিক থেকে চাপমুক্ত থাকবেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সাথে সাথে আজ আপনি ভালো ফল পেতে থাকবেন। কোনো কাজে সঠিক পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন।ৎসুখ এবং শান্তি বজায় থাকবে বিবাহিতদের জীবনে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতির জন্য স্রোতযুক্ত জলে কাঁচা হলুদ নিক্ষেপ করুন।

কন্যা রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও আর্থিক দিক থেকে বিপর্যয়ের মুখোমুখি হবেন আজকের দিনে। পরিবারের সদস্যদের সাথে অর্থ সংক্রান্ত বিষয়ে আজ আপনার মতবিরোধ হতে পারে। একদিকে, প্রেমিক-প্রেমিকারা যেমন দুর্দান্ত কিছু চমক পাবেন ঠিক তেমনভাবেই বিবাহিতদের জন্য দিনটি বেশ শুভ। এই রাশির জাতক-জাতিকারা আজ নিজের ভাই-বোনের সাথে টিভিতে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

তুলা রাশি: কোথায় কোথায় আপনার টাকা খসে যাচ্ছে সেদিকে বিশেষ খেয়াল রাখুন। বিশেষ গুরুত্ব না দিলে আর্থিক সংকটে সম্মুখীন হবেন। সারাদিনের বেশ খানিকটা সময় খেলাধুলা করে কেটে যাবে। আপনার রসিক মনোভাবের জন্য সহজেই আপনার কাছে আসার চেষ্টা করবেন বহু মানুষ। এই রাশি জাতক জাতিকারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের অনেক বেশি সতর্ক হতে হবে। অর্ধাঙ্গিনীর কোন আচরণ আজকে আপনার খুব খারাপ লাগতে পারে।

প্রতিকার : প্রেমের জীবনে মধুরতা বজায় রাখার জন্য মানুষটি সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মিছরি জল খেয়ে যান।

বৃশ্চিক রাশি : যেহেতু আজ আপনি ভালই টাকা পয়সা আয় করতে পারবেন সেহেতু আর্থিক দিক থেকে খুব একটা দুশ্চিন্তা বাড়বে না। আপনি আজ কোন মানুষের চাপ থেকে হালকা হতে পারবেন। যদি সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললে দেখবেন আপনার বেশ ভালই লাগছে। তবে জীবনসঙ্গীর খামখেয়ালিপনা নিয়ে আপনার চাপ বাড়বে। এই রাশি, জাত-জাতিকাদের মধ্যে যারা বিবাহিত তাদের জীবনে কোন সমস্যা হলে নিজেরাই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে মধু খেয়ে নিন।

ধনু রাশি: জাতক-জাতিকাদের আজকের দিনটি অর্থনৈতিকভাবে বেশ ভালই কাটবে। যারা জমি বাড়ি বিক্রি করার কোন পরিকল্পনা করছিলেন তারা ক্রেতার সন্ধান পেলেও পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করুন। প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে যেমন নতুন চমক অপেক্ষা করছে ঠিক তেমনভাবে বিবাহিতদের জন্য দিনটি বেশ সুখকর। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য ক্রিম বা সাদা রঙের পর্দা বাড়িতে টাঙিয়ে রাখুন।

কুম্ভ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এহেন সিদ্ধান্ত এড়িয়ে চলুন। ডাক মারফত আসা কোনো চিঠি আজ আপনার পুরো পরিবারের জন্য খুশির আমেজ বয়ে আনবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি সতর্ক হতে হবে। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।

প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে নদীতে কালো ও সাদা তিলের বীজ নিক্ষেপ করুন।

মীন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো হলেও আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্তভাবে সময় অতিবাহিত হবে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কোনো কাজ করতে গিয়ে আপনি অনেকটা সময় ব্যয় করবেন। কোনো কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আজ আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। যোগ্য ব্যক্তিরা আজ কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পেতে পারেন। এই রাশির বয়স্ক ব্যক্তিরা তাঁদের পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।

প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য স্নান করার জলে গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সূর্য স্নান করুন।