রিপোর্ট গেল আদালতে! বন্ধ বাড়ির খাবার, এবার জেলের ভাতই খাবে বালু, কিন্তু কী এমন ঘটল ?

নেশনহান্ট ডেস্ক : রেশন দুর্নীতি কান্ডে এই মুহূর্তে বন্দী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তবে সম্প্রতি আরো খানিকটা অস্বস্তি বেড়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। ইডি গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের পর তাকে আপাতত রেখেছেন সেলে। জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতের নির্দেশে রবিবার পাঠানো হয়েছে জেলে। কিন্তু জেলে যাওয়ার পরই বাড়ির খাবার নিষিদ্ধ হল তার জন্য।

এতদিন পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক বাড়ির খাবার খেয়েছেন। কিন্তু এবার থেকে তাকে জেলের খাবার খেতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবির দাবি, মন্ত্রী অসুস্থ। তাই তাকে চিকিৎসকেরা যে ডায়েট দিয়েছেন তা মেনেই চলতে হবে। জেলে ডায়েট অনুযায়ী খাবার দেওয়ার পরিকাঠামো রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরোও পড়ুন : বছরে খরচ মাত্র ৪৩৬ টাকা, মিলবে ৪ লাখ! দুর্দান্ত স্কিম কেন্দ্রের, বিনিয়োগ করলেই জীবনভর টেনশন ফ্রি

এই সংক্রান্ত বিষয়ে মুখবন্ধ খামে একটি রিপোর্টও আদালতে দেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। পরবর্তী দিন তাকে নিম্ন আদালতে পেশ করলে অসুস্থ বোধ করেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

আরোও পড়ুন : সঙ্গে রাখুন ছাতা, ভাইফোঁটাতেই ভোলবদল আবহাওয়ার! তুমুল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়

এরপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি কিছুদিন ইডি হেফাজতে ছিলেন। ডায়াবেটিস, রক্তচাপ, সুগার সহ একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। অসুস্থতার কারণে ডায়েট অনুযায়ী বাড়ি থেকে খাবার পাঠানোর অনুমতি ছিল সেই সময়। যিনি মন্ত্রীর বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন তাকে প্রথমে ইডি সেই খাবার খাওয়াতো।

balu80 768x402.jpg

তারপর সেই খাবার দেওয়া হত জ্যোতিপ্রিয় মল্লিককে। জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তারপর আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়, জেলে হাসপাতালের ডায়েট অনুযায়ী খাবার দেওয়ার পরিকাঠামো রয়েছে। তাই এবার থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে অন্যান্য বন্দিদের মতো জেল থেকেই খাবার দেওয়া হবে। জানা গেছে এই খবর পাওয়ার পর প্রথম রাতে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়।