নেশনহান্ট ডেস্ক : বড় সাফল্যের মুখ দেখল যাত্রী সাথী। হিসাব বলছে এবার এক লাফে এক লাখের কাছাকাছি যাত্রী ব্যবহার করেছেন যাত্রী সাথী অ্যাপ । সব মিলিয়ে শেষ কয়েকটা দিন যাত্রী সাথী অ্যাপ বড় সফলতার মুখ দেখেছে। দুর্গাপুজোর সময় একলাফে অনেকটাই বেড়েছে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা।
পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৫ অক্টোবর ৫,৩৯,৫৩৫জন যাত্রী নথিভুক্ত করেছিলেন যাত্রী সাথী অ্যাপে। ২৬ তারিখ সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬,৪০,৭৮৬জনে। অর্থাৎ মাত্র ১১ দিনে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১,০১,২৫১জন। বর্তমানে কলকাতার রাজপথে রাজত্ব চালাচ্ছে বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থা।
আরোও পড়ুন : ‘আহা কী দেখিলাম!’ ঝকঝকে রোদ্দুরে কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ পর্যটকরা, দার্জিলিংয়ে দুর্দান্ত আবহাওয়া
ওলা, ওবারের মতো অ্যাপগুলি আসার পর রীতিমতো মার খেতে থাকে হলুদ ট্যাক্সি ও নীল সাদা ট্যাক্সি। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় হলুদ ট্যাক্সি ও নীল সাদা ট্যাক্সি অ্যাপে নিবন্ধীকরণ করার। সরকারের আশা ছিল এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করা আরো সহজ হবে। এরফলে পুরনো জায়গা ফিরে পাবে এই ট্যাক্সি।
আরোও পড়ুন : দরকার নেই বেশি খাটনির, পুঁজিও লাগবে খুব কম! দুর্দান্ত এই পাঁচ ব্যবসাতেই হয়ে যাবেন মালামাল
ট্যাক্সির জন্য অ্যাপ তৈরি করলে যাত্রী ও চালক দুজনের পক্ষেই লাভদায়ক হবে। যাত্রীদের রাস্তায় যেমন হন্যে হয়ে ট্যাক্সি খুঁজতে হবে না, তেমনই আয় বাড়বে চালকের। ওয়েস্ট বেঙ্গল ইনডেক্স সূত্রে খবর, ১৬ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৬৯,৫৫৩টি ট্রিপ সম্পন্ন করা হয়েছে। এর ফলে চালকদের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় দু কোটি টাকা।
এখনো পর্যন্ত প্রায় সাত শতাংশ হলুদ ও নীল সাদা ট্যাক্সি যাত্রী সাথী অ্যাপের আওতায় এসেছে। পরিবহন দপ্তর বলছে এই অ্যাপের ফলে আরো অনেকটা সমন্বয় বেড়েছে যাত্রীও চালকদের মধ্যে। এছাড়াও আয় ও যাত্রী বৃদ্ধি হয়েছে ট্যাক্সি চালকদের। সব মিলিয়ে বলা যায়, আরোও কিছু দিন গেলেই তিলোত্তমার নাগরিকদের মধ্যে এই অ্যাপের ব্যবহার বাড়বে।