কেন রাত্রিবেলা পুজো করা হয় মা লক্ষ্মীর? আসল রহস্য লুকিয়ে আছে ‘কোজাগরী’ নামেই

নেশনহান্ট ডেস্ক : কিছুদিন আগেই সমাপ্তি ঘটেছে দুর্গোৎসবের। দুর্গোৎসবের পরেই আসে কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার প্রতিটা ঘরে ঘরে মহা ধুমধাম করে পালিত হয় লক্ষ্মীপুজো। যেসব মন্ডপে দুর্গাপুজো পালিত হয়, সেই সব মণ্ডপে পালিত হয় লক্ষ্মী পুজোও। সব মিলিয়ে আজ বাংলার সব প্রান্তেই ফের একবার উৎসবের ছবি ফুটে উঠবে।

প্রতিদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন দেবী লক্ষী (Laxmipuja)। তবে কোজাগরি পূর্ণিমার দিন বিশেষভাবে মাকে পুজো করা হয়। শাস্ত্র বলে দেবী লক্ষ্মী নাকি খুব অল্পতেই সন্তুষ্ট হন। তবে দেবী লক্ষীকে আহ্বান জানানোর জন্য রয়েছে বিশেষ কিছু রীতি ও নিয়ম। ২৮ অক্টোবর অর্থাৎ আজ শারদ পূর্ণিমা। আজকের দিনে পালিত হবে লক্ষ্মীপুজো।

চন্দ্র দেবতা ও মা লক্ষ্মীর পুজো করা হয় শারদ পূর্ণিমার দিন। বলা হয় যদি দেবী লক্ষ্মীকে কোজাগরী পূর্ণিমার দিন পুজো করা হয় তাহলে তিনি প্রসন্ন হন।‘কো জাগতী’ থেকে কোজাগরী শব্দটি এসেছে,  যায় আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ কথিত আছে, কোজাগরি পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী স্বর্গ থেকে নেমে আসেন মর্ত্যে এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন সকলকে। 

তবে যার বাড়ীর দরজা বন্ধ থাকে দেবী লক্ষী তার বাড়িতে প্রবেশ করতে পারেন না। তাই রীতি অনুযায়ী লক্ষ্মীপুজোর দিন রাতে জেগে থাকতে হয়। লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা বাংলার ঘরে ঘরে পূজিত হন দেবী লক্ষী। শোনা যায় শঙ্খের  আওয়াজ। রাত জেগে আরাধনা করা হয় ধন দেবীর। তাই এমন নামকরণ হয়েছে।