নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। বিশেষ করে দেশের (India) ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। এমনিতেই ভারতীয়দের কাছে বিদেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন হল মালয়েশিয়া (Malaysia)। এমনকি, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে রয়েছে বহু ভারতীয় বংশোদ্ভূতদের বাসও। এমতাবস্থায়, রবিবার রাতে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন যে, এবার থেকে ভারতীয় পর্যটকরা বিনা ভিসাতেই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।
শুধু তাই নয়, ইব্রাহিম আরও জানান ভারত থেকে বিনা ভিসায় মালয়েশিয়ায় গিয়ে ভারতীয়রা সর্বোচ্চ ১ মাস পর্যন্ত থাকতে পারবেন। এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। অর্থাৎ, আগামী মাসের শুরু থেকেই ভারতীয়রা বিনা ভিসাতেই সফর করতে পারবেন মালয়েশিয়াতে। উল্লেখ্য যে, এর আগে পর্যটন ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে থাইল্যান্ড জানিয়েছিল, ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়া হবে। এমতাবস্থায়, গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ সুযোগ। যেটি বজায় থাকবে আগামী বছরের ১০ মে পর্যন্ত। এবার ভারতীয়রা বিনা ভিসাতেই পৌঁছতে পারবেন মালয়েশিয়াতেও।
আরও পড়ুন: ISRO’র মিশনেই ভাগ্যবদল, চন্দ্রযান ৩ সফল হতেই ধনকুবের হয়ে গেলেন এই প্রৌঢ়! কাহিনী অবাক করবে
ভারতের পাশাপাশি চিনও পাচ্ছে সুবিধা:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম এটাও জনিয়েছেন যে, ভারতের পাশাপাশি চিনা নাগরিকদেরও এই একই সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ, ভারতীয়দের মতো চিনা নাগরিকরাও মালয়েশিয়ায় বিনা ভিসায় যেতে পারবেন এবং একমাস পর্যন্ত কোনো বাধা ছাড়াই সেখানে থাকতে পারবেন।
আরও পড়ুন: শীত পড়তেই পাল্টি খাবে আবহাওয়া? বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজবে এই জায়গাগুলো, বড়সড় আপডেট IMD’র
বিদেশ থেকে আসেন প্রচুর পর্যটক:
উল্লেখ্য যে, মালয়েশিয়ার অর্থনীতির একটা বড় অংশ নির্ভরশীল পর্যটনের ওপর। সেখানে বিদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক যান। এদিকে, পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের উৎসের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে চিন (চতুর্থ স্থান) ও ভারত (পঞ্চম স্থান)। এমতাবস্থায়, বিশ্লেষকরা মনে করছেন যে, এই আবহে এশিয়ার দুই বড় দেশের পর্যটকদের আরও আকৃষ্ট করতেই মালয়েশিয়া এহেন বড় পদক্ষেপ গ্রহণ করেছে।
রিপোর্ট অনুযায়ী, মালয়েশিয়ায় এই বছরে শুধুমাত্র জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মোট ৯১ লক্ষ ৬০ হাজার বিদেশি পর্যটক বেড়াতে গিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন চিনের নাগরিক ছিলেন ৪ লক্ষ ৯৮ হাজার ৫৪০ জন। এছাড়া, ভারত থেকে মালয়েশিয়া গিয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ৮৮৫ জন। তবে, করোনার মতো ভয়াবহ মহামারীর আগে ভারত থেকে ৩ লক্ষেরও বেশি মানুষ গিয়েছিলেন মালয়েশিয়ায়। পাশাপাশি, চিন থেকে গিয়েছিলেন ১০ লক্ষ মানুষ।