খেতাব জিতেছিলেন রাজ্যের সেরা সুন্দরীর! আজ তিনিই UPSC টপার, চিনে রাখুন এই তরুণীকে

নেশনহান্ট ডেস্ক : প্রথম দেখায় তাকে কোনও সুন্দরী অভিনেত্রী ভেবে ভুল হতে পারে। কিন্তু এই নারীর পরিচয় শুধু তার রূপে নয়, তার অধ্যাবসা ও পরিশ্রম তৈরি করেছে এক নতুন পরিচয়। বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও UPSC টপার তাসকিন খান যেন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তাসকিন ছোটবেলায় স্বপ্ন দেখতেন মডেল হওয়ার।

এমনকি তিনি খেতাব পেয়েছেন মিস দেরাদুনেরও। পরবর্তীতে তার ইচ্ছা ছিল মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তাসকিনের। মডেল ছাড়াও একটা সময় বাস্কেটবল খেলতেন তাসকিন। ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ারও ছিলেন তিনি।

আরোও পড়ুন : আজ থেকে হু হু করে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ, জাঁকিয়ে ঠান্ডার সাথে কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

ছোটবেলায় তাসকিন খুব যে মেধাবী ছাত্রী ছিলেন সেটা কিন্তু নয়। সাধারণ পড়ুয়াদের মাঝেই গণ্য করা হত তাকে। অষ্টম শ্রেণী পর্যন্ত তাসকিনের গণিত বিষয়টির সাথে রীতিমত যুদ্ধ করতে হয়েছে। কিন্তু তারপর শুরু হয় তাসকিনের নতুন যুদ্ধ। অত্যন্ত সাধারণ মেধার ছাত্রী থেকে তাসকিন নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়।

আরোও পড়ুন : দাদা-দিদির জোর লড়াই, এগিয়ে গেলেন রচনা! জলসার জুটিদের সামনেও ম্লান দাদাগিরি

অধ্যাবসা ও পরিশ্রমের ফলে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯০% নম্বর পান তাসকিন। একটি সাক্ষাৎকারে তাসকিন বলেছেন, প্রফেশনাল মডেল হওয়ার জন্য তিনি প্রচুর কষ্ট করেছেন। স্কুলের গণ্ডি পার করার পর তার কাছে সুযোগ আসে NIT তে ভর্তি হওয়ার। কিন্তু পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব হয়নি। কিন্তু তারপর Instagram তার জীবনের মোড় ঘুরিয়ে।

একজন আইএএস প্রার্থী ছিলেন তার instagram ফলোয়ার। তার সাথে কথোপকথন শুরু হলে তাসকিন আইএএস হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন। এরপর তিনি শুরু করেন UPSC পরীক্ষার প্রস্তুতি। পরপর তিনবার তাকে ব্যর্থ হতে হয়। কিন্তু ২০২০ সালে ৭৩৬ সর্বভারতীয় রাঙ্ক করে আজ IAS অফিসার হয়েছেন তাসকিন।