ফের চাকরি বাতিল! ৯৪ জন শিক্ষকের বিরুদ্ধে কড়া অ্যাকশন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের

নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রাজ্যে (West Bengal) শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। শুধু তাই নয়, আদালতের নির্দেশে চাকরি বাতিলও হয়েছে বহুজনের। ঠিক এই আবহেই এবার খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চাকরি বাতিল করা হল।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের চাকরি বাতিল করেছে। এমতাবস্থায়, মোট ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

The primary education board itself ordered termination of 94 teachers' jobs

মূলত, গতকাল রাতেই এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা চিঠির মাধ্যমে দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের। ইতিমধ্যেই একাধিক ডিপিএসসি চেয়ারম্যান এই চিঠির কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন: ডিসেম্বরে রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ডিলারদের! দুর্নীতির আবহে চরম অস্বস্তিতে রাজ্য সরকার

উল্লেখ্য যে, ২০১৪-র টেট এবং ২০১৬-তে নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরির ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতা করছিলেন। এমনকি, বিষয়টির পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে CBI-কে গোটা বিষয়টিতে দৃষ্টিপাত করতে বলা হয়। তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠানো হয় এবং তদন্তও শুরু করে।

আরও পড়ুন: এখনও বদলাননি ২,০০০ টাকার নোট? চিন্তা নেই, বাড়ির কাছেই এভাবে হয়ে যাবে কাজ

এমতাবস্থায়, ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় শেষপর্যন্ত তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল পর্ষদ। ওই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গতকাল রাতে পাঠানো এই চিঠির নির্দেশিকা সোমবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের তরফে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে, ”হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”