নেশন হান্ট ডেস্ক: এখন প্ৰতিটি সময়ে দেশের সাধারণ মানুষের নজর থাকে LPG গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দামের দিকে। পাশাপাশি, দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচনের আবহে LPG সিলিন্ডারের দাম হ্রাস করার বিষয়টি ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে একটি অন্যতম হাতিয়ার হয়ে উঠছে। মূলত, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে, LPG সিলন্ডারের দাম সাধারণ মানুষের জন্য একটি বড় নির্বাচনী ইস্যু হয়ে উঠছে। গত মাসে, কেন্দ্রীয় সরকার LPG সিলিন্ডারে ভর্তুকির ঘোষণা করেছে। যার কারণে ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম ৯০০ টাকায় নেমে এসেছে। তবে, দেশে এমন একটি রাজ্য রয়েছে যেখানে সাধারণ মানুষ ৫০০ টাকার কম দামে গ্যাস সিলিন্ডার মিলছেন।
মূলত, ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকার LPG সিলিন্ডারের দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। ওই রাজ্যের সরকার জনগণকে সিলিন্ডার প্রতি ৫০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে। যার ফলে ছত্তিশগড়ে LPG সিলিন্ডারের দাম হয়েছে মাত্র ৪৭৪ টাকা।
View this post on Instagram
পোস্ট শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী: ইতিমধ্যেই এই প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। যাতে বলা হয়েছে, ওই রাজ্যে LPG সিলিন্ডারের দাম ৯৭৪ টাকা। কিন্তু, সেখানকার কংগ্রেস সরকার তাতে ৫০০ টাকার ভর্তুকি দেবে। এর ফলে, ছত্তিশগড়ে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে মাত্র ৪৭৪ টাকায়। পাশাপাশি, তিনি দাবি করেছেন যে, দেশের মধ্যে সবথেকে সস্তা সিলিন্ডার পাওয়া যাবে ছত্তিশগড়ে।
আরও পড়ুন: হয়ে যান চিন্তামুক্ত! এবার গ্যারান্টির সাথে মিলবে কনফার্ম টিকিট, জেনে নিন উপায়
এদিকে, তাঁর এই পোস্টের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কংগ্রেস শাসিত রাজস্থানেও LPG সিলিন্ডারে ভর্তুকি দিচ্ছে ওই রাজ্যের সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার গত মাসে LPG সিলিন্ডারে ২০০ টাকার ভর্তুকি ঘোষণা করেছিল। এমতাবস্থায়, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা মোট ৪০০ টাকা ছাড় পাচ্ছেন।
আরও পড়ুন: মাসের প্রথম দিনেই সামনে এল বড় খবর! লাফিয়ে দাম কমল সোনা-রুপোর, জেনে নিন সর্বশেষ দর
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে: উল্লেখ্য যে, ১ নভেম্বর অর্থাৎ বুধবার সমগ্ৰ দেশে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। এক ধাক্কায় এই দাম ১০৩.৫০ পর্যন্ত টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,০০০ টাকায় পৌঁছেছে। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১,৮৩৩ টাকা, মুম্বাইতে এই দাম হল ১,৭৮৫.৫০ টাকা, কলকাতায় এটির দাম ১,৯৪৩ টাকা এবং চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের দাম হল ১,৯৯৯.৫০ টাকা।