ভুলে যান মারুতি, হুন্ডাই! এবার বাজার কাঁপাবে TATA’র এই নতুন সস্তার SUV, ফিচার্স পাগল করে দেবে

নেশনহান্ট ডেস্ক : আমাদের অনেকেরই স্বপ্ন থাকে চার চাকা গাড়ি কেনার। অনেকের কাছে বিভিন্ন কোম্পানির কিছু বিশেষ মডেল স্বপ্নের বাহন হয়ে থাকে। আপনিও কি সম্প্রতি চারচাকা গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর রয়েছে এই প্রতিবেদনে। টাটা মোটরস বাজারে নতুন গাড়ি নিয়ে আসছে।

টাটা মোটরস মানেই চমক। টাটা মোটরস এমন একটি গাড়ি বাজারে আনতে চলেছে যেটি অনেককেই চমকে দেবে। অত্যন্ত আধুনিক হতে চলেছে এই গাড়ির ডিজাইন। এছাড়াও এই গাড়ির বৈশিষ্ট্য ও রং আপনাকে তাক লাগিয়ে দেবে। আমাদের দেশে বেশ ভালো চাহিদা রয়েছে মিড সাইজের এসইউভি সেগমেন্টের গাড়ির।

আরোও পড়ুন : দুর্ভোগের দিন শেষ! বাংলার এই রুট নিয়ে প্রকাশ্যে এল দারুণ খবর, ইতিহাস সৃষ্টির পথে রেল

বহুদিন ধরে এই সেগমেন্টে আধিপত্য দেখাচ্ছে হুন্ডাই ক্রেটার। তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে কিয়া সেলটোস। কিন্তু খুব শীঘ্রই টাটা মোটরস পা রাখতে চলেছে এই সেগমেন্টে। একটি জবরদস্ত SUV গাড়ি আনা হচ্ছে টাটা মোটরসের পক্ষ থেকে। জানা যাচ্ছে এই গাড়িটির নাম হবে টাটা ব্ল্যাকবার্ড (Tata Blackbird)।

আরোও পড়ুন : ১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৭ জেলা বিশেষ অ্যালার্ট IMD’র

কুপ স্টাইলের সাথে এই গাড়িটি আসতে চলেছে। এই গাড়িটি আকার বেশি হওয়ার কারণে আরো বেশি জায়গা ও বুটস্পেস থাকবে। ১.২ লিটার পেট্রল ইঞ্জিন থাকবে টাটার ব্ল্যাকবার্ড গাড়িটিতে। টার্বো ইঞ্জিন অপশনও থাকতে পারে এই গাড়িটিতে। ৩ সিলিন্ডার গাড়ি হতে পারে এটি যেটি ১৩০ বিএইচপি উচ্চ শক্তি উৎপাদন করতে সক্ষম হবে।

৪,৫০০ আরপিএম দিতে সক্ষম হবে এই গাড়িটি। ১৯০ এনএম টর্ক থাকবে এই গাড়িটিতে। ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন অপশন থাকতে পারে টাটার এই নতুন গাড়িতে। জানা যাচ্ছে এই গাড়িটির এক্স শোরুম প্রাইস হতে পারে প্রায় ৮ লক্ষ টাকা। 8.8-ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো ফিচারস এই গাড়িটির অন্যতম বৈশিষ্ট্য।