একটানা ৩ দিন বন্ধ সব কাজ! জানুয়ারির শুরুতেই স্কুল, কলেজ, অফিসে কী হবে? জেনে নিন আগেভাগে

নেশনহান্ট ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর সময় থেকে সময়টা বেশ ভালই চলছে। দুর্গাপুজোয় একাধিক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তারপর কালীপুজো, ভাইফোঁটা, ছট পুজো উপলক্ষে ছিল অতিরিক্ত ছুটি। আবার সামনেই রয়েছে বড়দিন। এই আবহে জানা যাচ্ছে নতুন বছরের প্রথম মাস অর্থাৎ আগামী জানুয়ারি মাসে তিন দিন বন্ধ থাকতে পারে স্কুল-কলেজ-অফিস।

তবে এই ছুটি কোনও সরকারি ছুটি নয়। আবার রাজনৈতিক দলের ডাকা হরতালও নেই এই তিন দিন। তাহলে কীসের ছুটি পেতে চলেছেন রাজ্যের মানুষ?সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha) মহার্ঘ ভাতার দাবিতে এবার নিতে চলেছে ত্রিমুখী অবস্থান। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘভাতা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। 

আরোও পড়ুন : বিদেশের মাটিতে কোটি টাকার লটারি জয়! UAE’তে যেতেই কপাল খুলে গেল ভারতের এই গাড়ি চালকের

রাজ্য-রাজনীতি এই আন্দোলন নিয়ে এখনো তোলপাড়। মহার্ঘ ভাতার মামলা এখন চলছে সুপ্রিম কোর্টে। বাংলার সংগ্রামী যৌথ মঞ্চ তিনশোর বেশি দিন ধরে আন্দোলন চালাচ্ছে। যদিও কর্মচারীদের এই আন্দোলনের পরেও আশানুরূপ ব্যবস্থা গ্রহণ করেনি রাজ্য সরকার। তবে এবার আন্দোলনকারীরা ধর্ণা, মিছিল ও ধর্মঘট মূলত ত্রিমুখী আক্রমণের প্রস্তুতি নিতে চলেছে।

Long list of holidays for government employees even after Puja

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নতুন বছরের শুরুতেই রয়েছে বড় ধর্মঘটের ডাক। ধারণা করা হচ্ছে এই ধর্মঘটের ফলে বন্ধ থাকতে পারে রাজ্যের স্কুল-কলেজ-অফিস। আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করবেন ১৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। এমনকি জানুয়ারি মাসের শেষে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটেরও। একটানা ৭২ ঘণ্টা এই ধর্মঘট চলবে বলে জানা গেছে। যৌথ মঞ্চ দাবি করেছে এই তিন দিন বন্ধ থাকবে রাজ্যের স্কুল-কলেজ-অফিস।