নেশনহান্ট ডেস্ক : রাজ্যের সর্বস্তরের মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গত কয়েক বছরে চালু করা হয়েছে একাধিক প্রকল্প। কোনও না কোনও রকম ভাবে এই প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। কোনও প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে টাকা, আবার কোনও প্রকল্পের মাধ্যমে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য বীমা।
আবার মানুষের জীবিকা নির্বাহের পথ প্রশস্ত করেছে কোনও প্রকল্প। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন এক নজির সৃষ্টি করল একটি প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল রূপশ্রী প্রকল্প (Rupashree Scheme)। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় টাকা।
আরোও পড়ুন : রাত্রিবেলা লুকিয়ে সাবিত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন উত্তরকুমার! কিন্তু কেন? এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই
বিয়ের আগে বিয়ের কার্ডের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করা যায় এবং বিয়ের খরচ হিসাবে ২৫ হাজার টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।এই প্রকল্পে এবার নজির তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। আবেদনকারী আবেদন করার কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে গেলেন ২৫ হাজার টাকার চেক। অতীতে এই প্রকল্প নিয়ে বহু অভিযোগ সামনে এসেছে।
আরোও পড়ুন : ‘দূরে গাছের তলায়…’মেয়েকে কলেজে ছাড়ার মুহূর্তে মনে হল গোপন সম্পর্কের অনুভূতি! এ কী বলে বসলেন মহারাজ?
অভিযোগগুলির অন্যতম হল টাকা পেতে বিলম্ব হওয়া। তবে এই প্রথম নজির সৃষ্টি করে আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই প্রকল্পের টাকা আবেদনকারীর হাতে তুলে দেওয়া হল। বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা এলাকায় গত সোমবার দুয়ারে সরকারকে ক্যাম্পে সামিরা খাতুন এই প্রকল্পের জন্য আবেদন জানান।
আবেদনকারীর বিয়ে ছিল সোমবারই। প্রশাসনের ব্যাপারটি নজরে আসতেই তড়িঘড়ি স্ক্রুটিনি করা হয়। সমস্ত নথি খতিয়ে দেখার পর ওই দিনই আবেদনকারীর বাড়িতে চেক নিয়ে হাজির হন ব্লক প্রশাসনের আধিকারিকরা। আবেদনের দিনই রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে একদিকে যেমন খুশি আবেদনকারী, অন্যদিকে খুশি আধিকারিকরাও।