নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রাজ্যে (West Bengal) একের পর এক ক্ষেত্রে সামনে আসছে দুর্নীতির অভিযোগ। যেগুলিকে ঘিরে চলছে তদন্তও। এমতাবস্থায়, সম্প্রতি নতুন করে যে দুর্নীতির কাণ্ডে উত্তাল রাজ্য সেটি হল রেশন দুর্নীতি। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) গ্রেফতার হয়েছেন ইডির (Enforcement Directorate) হাতে।
ঠিক এই আবহেই এবার রেশন ডিলাররা কড়া হুঁশিয়ারি দিলেন। এমনকি, এই পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। উল্লেখ্য যে, বর্তমানে রাজ্যে কয়েক কোটি গ্রাহক প্রত্যক্ষভাবে রেশনের সুবিধা নেন। এমতাবস্থায়, এই পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে গেলে যে তাঁরা যে প্রভাবিত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এমন হুঁশিয়ারি দেওয়া হল রাজ্যের রেশন ডিলারদের তরফে? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
এমনিতেই বর্তমান সময়ে রাজ্য তথা দেশজুড়ে মূল্যবৃদ্ধি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে, রেশন ডিলাররা অভিযোগ জানাচ্ছেন যে, মুদ্রাস্ফীতির আবহেও তাদের কমিশন কোনোভাবেই বাড়ানো হচ্ছে না। এমনকি, রেশন ডিলাররা দীর্ঘদিন ধরে এই কমিশন বাড়ানোর দাবি জানিয়ে এলেও রাজ্য সরকার কিংবা কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই, রাজ্যে রেশন দুর্নীতির আবহে ফের একবার নিজেদের ক্ষোভ উগরে দিলেন ডিলাররা।
আরও পড়ুন: কেন ৭৭ নম্বরের জার্সি পরেই খেলেন শুভমান গিল! অবশেষে ফাঁস হল রহস্য
প্রসঙ্গত উল্লেখ্য যে, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন অভিযোগ তুলেছে, রাজ্য সরকারের তরফে করোনার সময়ে বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়। যদিও, তখন রেশন ডিলাররা আগেই টাকা দিয়ে রেশন কিনে ফেলেছিলেন। এমতাবস্থায়, সেই রেশনই সরকারি নির্দেশ মেনে বিনামূল্যে বিলি করা হয়েছিল। পাশাপাশি, রাজ্য সরকারের ওই বকেয়া টাকা মেটানোর কথা থাকলেও সেই টাকা নাকি এখনও রাজ্য সরকার দেয়নি তাঁদের।
আরও পড়ুন: Tata, Hyundai-কে টেক্কা দিয়ে এক মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করল এই কোম্পানি, তৈরি হল রেকর্ড
তাই, সামগ্রিক পরিস্থিতির জন্য এবার বড় হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া শেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এই সমস্যা যদি মিটে না যায় সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে রাজ্যের রেশন ডিলাররা রেশন পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।