নেশনহান্ট ডেস্ক : পুজো শেষ। সামনেই দীপাবলি। তার কিছুদিন পর আবার বড়দিন। সবমিলিয়ে এখন দেশ জুড়ে উৎসবের আমেজ। এই সময় আপনিও যদি পরিবারের সাথে অফবিট পাহাড়ি জায়গায় ঘুরতে যেতে চান তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। আজ আমরা গেঁরিগাও নামে এমন একটি পাহাড়ি জায়গা সম্পর্কে বলব যার প্রাকৃতিক সৌন্দর্য মন ভুলিয়ে দেবে।
গেঁরিগাও অবস্থিত জয়গাঁ শহর থেকে একটু উপরে। পর্যটন ক্ষেত্রে ধীরে ধীরে এই ছোট্ট পাহাড়ি গ্রামটি পর্যটকদের মনে জায়গা করে নিচ্ছে। যারা একটু শান্ত পাহাড়ি পরিবেশে কয়েকটা দিন কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি আদর্শ। যে সকল পর্যটকেরা ভুটানের দিকে ঘুরতে যাচ্ছেন তারা একবার এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন।
আরোও পড়ুন : মিলবে মোটা বেতন, কপাল খুলবে কর্মপ্রার্থীদের! প্রচুর লোক নেবে রাজ্য পুলিশে, আবেদন করুন শিগগিরই
যে সকল পর্যটকদের জয়গাঁ ঘুরতে আসেন তাদের হটলিস্টে থাকে ফুন্টসেলিং, থিম্পু, পারো। কিন্তু অনেকেই এখানে অবস্থিত ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম গেঁরিগাও আসেন না। গেঁরিগাও আসলে অবস্থিত ভুটান পাহাড়ের কোলে। এই গ্রামের ভিউ পয়েন্ট থেকে দেখতে পারবেন সম্পূর্ণ জয়গাঁ। এই গ্রামের অপূর্ব সবুজ পাহাড়ি মনোরম পরিবেশ পর্যটকদের মন আকর্ষিত করে।
পাহাড়ের কোলে ঘুরে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ। একটিবার এখানে আসলে মন চাইবে বারবার এই গ্রামে ফিরে আসতে। জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির পাঁচটি কটেজ রয়েছে এখানে। এই কটেজগুলি রয়েছে পাহাড়ের ধাপে ধাপে। পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় এই গ্রামের আবহাওয়া সব সময় শীতল থাকে।