শীতে দিঘা যাওয়ার প্ল্যান? সাবধান! জারি হল নয়া নির্দেশিকা, না মানলেই বাড়বে বিপদ

নেশনহান্ট ডেস্ক : বাংলার আকাশে বাতাসে এখন শীতের হিমেল ছোঁয়া। উত্তুরে হাওয়া প্রবেশের সাথে সাথে ঢুকতে শুরু করেছে শীত। এই শীতকালে অনেকেই ঘুরতে যান বিভিন্ন জায়গায়। শীতকালে ঘুরতে যাওয়ার আনন্দও বিশাল। গ্রীষ্মকালের মতো দাবদাহ নেই, আবার বর্ষাকালের বৃষ্টির প্যাচপ্যাচানি নেই।

পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল, সর্বত্রই শীতকালে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। অনেকেই রয়েছেন যারা হাতে দু-তিন দিনের ছুটি পেলেই পাড়ি জমান দিঘা কিংবা পুরীতে। শীতকালে এই দুই সমুদ্র সৈকত আরো গমগমে হয়ে ওঠে। শীতকালে বহু পর্যটকের প্রিয় ডেস্টিনেশন হয়ে ওঠে দিঘা অথবা পুরী। শীতের মনোরম আবহাওয়ায় মিঠে রোদ গায়ে মেখে সৈকতে ঘুরে বেড়ানোর আনন্দটাই আলাদা।

আরোও পড়ুন : মমতার বিজয়া সম্মিলনী থেকেই সূত্রপাত! পালাবদলের পথে বাবুল? লোকসভা ভোটের আগে তুঙ্গে জল্পনা

তবে আপনারাও যদি আসন্ন শীতে দিঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। বিপদে পড়ার আগে অবশ্যই সেই নির্দেশিকা সম্পর্কে সচেতন হন। শীতের সময় পূর্ব মেদিনীপুর জেলায় আগমন ঘটে বিভিন্ন পরিযায়ী পাখির। 

আরোও পড়ুন : আবারও আসরে নামছে ইডি! কুন্তলের বিরুদ্ধে বড়সড় অ্যাকশন, গ্রেপ্তারির ১০ মাস পর কী প্ল্যান এখন?

বিশেষ করে দিঘার মেরিন ড্রাইভে এই ধরনের পাখির দেখা মেলে। প্রতিবছরই পরিযায়ী পাখিরা এসে ভিড় জমায় এই মেরিন ড্রাইভে। অনেক সাধারন মানুষ এই পরিযায়ী পাখিদের দেখতে আসেন। সেই সংক্রান্ত বিষয়ে পূর্ব মেদিনীপুর প্রশাসন এবার কিছুটা নিয়ম বদলাতে চলেছে। জানানো হয়েছে পর্যটকরা যাতে নিশ্চিন্তে পাখি দেখার আনন্দ উপভোগ করতে পারেন সেই জন্য ঘোষণা করা হয়েছে নো হর্ন জোনের।

new digha beach east midnapore 2015 05 03 9873

এই ব্যাপারে বিশেষ বোর্ড ঝোলানো হয়েছে। এমনকি বেশ কিছু বেঞ্চ বসানো হয়েছে পর্যটকদের জন্য। যাতে শীতকালে পরিযায়ী পাখিদের কোনও অসুবিধা না হয় সেই ব্যাপারে নিশ্চিত হতে চাইছে প্রশাসন। এছাড়াও পরিযায়ী পাখিদের দেখতে গিয়ে সাধারণ মানুষদের যাতে হয়রানির শিকার না হতে হয় সেই ব্যাপারটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে তারা।