নেশনহান্ট ডেস্ক: প্রত্যেকটি মোবাইল ফোনের অন্যতম প্রধান একটি অংশ হচ্ছে সিম কার্ড। এই সিম কার্ডের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল থাকে মোবাইল ফোনে। তবে সিম কার্ড কেনার জন্য গ্রাহকদের নির্দিষ্ট নথি জমা দিতে হয় টেলিকম অপারেটরদের কাছে। তবে এবার এই সিম কার্ড কেনার নিয়মে বড় বদল আসতে চলেছে।
সিম কেনার ক্ষেত্রে এই পরিবর্তন কার্যকর হতে চলেছে আগামী ১লা জানুয়ারি থেকে। আগামী বছরের প্রথম দিন থেকেই শুধুমাত্র ডিজিটাল কেওয়াইসির মাধ্যমে গ্রাহকদের সিম কার্ড বিক্রি করতে পারবে সংস্থাগুলি। এতদিন পর্যন্ত সিম কার্ড কিনলে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে কাগজের নথি কেওয়াইসি হিসেবে ব্যবহার করা হত।
আরোও পড়ুন: দক্ষিণবঙ্গের ১০ জেলায় আজ ব্যাপক বৃষ্টিপাত! বৃষ্টি থামবে কবে? আপডেট দিল হাওয়া অফিস
তবে এই নিয়মের সম্পূর্ন বদল ঘটতে চলেছে আর কিছুদিন পর থেকেই। অনলাইন জালিয়াতি ও প্রতারণার রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সিম সংক্রান্ত জালিয়াতি রুখতে আগামী ১লা জানুয়ারি থেকে সরকার ডিজিটাল কেওয়াইসি চালু করছে। এবার থেকে শুধুমাত্র ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমেই গ্রাহকদের বিক্রি করা হবে সিম কার্ড।
আরোও পড়ুন : আবার দুর্দান্ত খবর! রাজকন্যার আগমনের পর তৃতীয়বার বিয়ের পিঁড়িতে দেবশ্রী, দেখুন পাত্র কে
টেলিকম বিভাগ গোটা দেশে এই নিয়ম বাস্তবায়িত করার দায়িত্ব পেয়েছে। দেশের টেলিকম বিভাগের পক্ষ থেকে এই সংক্রান্ত স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার সম্পূর্ণ বন্ধ হতে চলেছে পেপার বেসড কেওয়াইসি। এর ফলে এক দিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে, খরচ হবে না অতিরিক্ত কাগজ। সিম কার্ড কেনাবেচা সংক্রান্ত নতুন নিয়ম সরকারের পক্ষ থেকে জারি করা হয় গত আগস্ট মাসে।
তবে নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগছিল। এখন সরকার আগামী বছরের প্রথম দিন থেকেই সিম কেনার ক্ষেত্রে ডিজিটাল কেওয়াইসি বাধ্যতামূলক করে দিল। এছাড়াও যারা সিম বিক্রি করছেন তাদের ভেরিফিকেশনও বাধ্যতামূলক করা হয়েছে নতুন নিয়মে। জানানো হয়েছে সরকারি এই নির্দেশ অমান্য করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সিম কার্ড বিক্রয়কারীর।