আবেদন করলেই ৫০ হাজার! পড়ুয়াদের জন্য দুর্দান্ত পরিকল্পনা TATA’র, এভাবে নিন স্কলারশিপের সুবিধা

নেশনহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হন। পর্যাপ্ত অর্থের কারণে অনেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু স্কলারশিপ বা ফেলোশিপ প্রোগ্রাম অনেক সময় এই দুঃস্থ পড়ুয়াদের আর্থিক সাহায্য করে থাকে। ভারতে এমন বহু সংস্থা রয়েছে যারা দুঃস্থ পড়ুয়াদের শিক্ষার জন্য বৃত্তি বা স্কলারশিপ প্রদান করে থাকে।

এবার টাটার পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হল যার মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়ানো হবে। টাটা ক্যাপিটাল (Tata Capital) পাঙ্খ স্কলারশিপ নিয়ে আসা হয়েছে টাটা ক্যাপিটাল লিমিটেডের পক্ষ থেকে। যে সকল পড়ুয়ারা অর্থের জন্য পড়াশোনা করতে পারছেন না, তাদের আর্থিকভাবে সাহায্য করবে এই স্কলারশিপ।

 আরোও পড়ুন : গুণে শেষ হবে না এত্ত ছুটি! দেখুন, ২০২৪ সালের হলিডে লিস্ট; সোনায় সোহাগা সরকারি কর্মীদের

এই স্কলারশিপের টাকা প্রদান করছে টাটা ক্যাপিটাল। এই স্কলারশিপের টাকা দেওয়া হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং  ডিপ্লোমা ও স্নাতকের পড়ুয়াদের। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত পড়ুয়াদের ১২০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয় এই স্কলারশিপ প্রোগ্রামটির মাধ্যমে। স্কলারশিপের টাকা পাওয়ার জন্য প্রার্থীকে মাধ্যমিকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতেই হবে।

আরোও পড়ুন : পাল্টে গেল নিয়ম! ট্রেনের টিকিট ক্যান্সেল করলেই কাটবে এত টাকা, স্পষ্ট করল IRCTC

এই বৃত্তির সুবিধা পাওয়ার জন্য প্রার্থীকে প্রথমে Buddy4Study.Com ওয়েবসাইটে ভিজিট করে মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে ক্লিক করতে হবে Scholarship অপশনে। ‘Tata Capital Pankh Scholarship Programme’ অপশন বেছে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন জানাতে হবে।

up govt bans entry of school students in malls parks restaurants wearing
 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট, স্কুল বা কলেজে ভর্তির প্রমাণপত্র, স্কুল কিংবা ডিগ্রি কোর্সে ভর্তির সময় প্রাপ্ত ফি-এর রশিদ, ব্যাঙ্কের ডিটেলস, বার্ষিক আয়ের সার্টিফিকেটের কপি, বিকলাঙ্গ/কাস্ট সার্টিফিকেট।