নেশনহান্ট ডেস্ক : দেশে বেকারত্বের হার কিন্তু উর্ধ্বমুখী। বিভিন্ন দিক থেকে ভারত অগ্রগতি করলেও, অত্যধিক জনসংখ্যার কারণে বেকারত্ব দেশের অন্যতম বড় সমস্যা। এই সমস্যায় জর্জরিত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গও। বিপুল পরিমাণ শিক্ষিত যুবক-যুবতী থাকা সত্ত্বেও শিক্ষার শেষে চাকরি অমিল। অনেকেই কলেজ পাশ করার পর বসে রয়েছেন ঘরে।
আবার অনেকে উচ্চশিক্ষা লাভের পরও জোটাতে পারেননি চাকরি। এমন অবস্থায় আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে রয়েছে একটি বড় সুখবর। পশ্চিমবঙ্গের যে বাসিন্দারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন কিন্তু চাকরি পাননি তাদের জন্য দারুন আপডেট দিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে আপনিও প্রতিমাসে পেতে পারেন ২৫০০ টাকা করে।
আরোও পড়ুন : শুধুমাত্র ইন্টারভিউ ক্র্যাক করলেই কেল্লাফতে! প্রচুর লোক নেবে বন্ধন ব্যাংকে, আবেদন করুন শিগগিরই
এই টাকার ৬০% দেবে পশ্চিমবঙ্গ সরকার ও বাকিটা কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের জন্য কেন্দ্র ও রাজ্য একাধিক প্রকল্প অতীতে নিয়ে এসেছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এগুলির মধ্যে অন্যতম। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পরিচালনা করে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর পক্ষ থেকে প্রতি মাসে বেকার যুবক-যুবতীদের ২৫০০ টাকা করে দেওয়া হয়।
কীভাবে পাবেন এই টাকা? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে দুবছরেরও বেশি সময় ধরে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা এই টাকা পেতে পারেন। একই সাথে যে প্রার্থীর পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম তারা এই সুবিধা পাবেন। ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স। আবেদনকারীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতেই হবে। আর অবশ্যই বেকার হতে হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য।