স্বাস্থ্যসাথীর কার্ডের নিয়মে বড়সড় বদল! জেনে রাখুন পরিবর্তনগুলি, নাহলেই বাড়বে বিপদ

নেশনহান্ট ডেস্ক: ফের একবার রাজ্য সরকারের তরফে বদল করা হল স্বাস্থ্য সাথী কার্ডের নিয়ম। তবে এই নিয়ম পরিবর্তন মূলত চিকিৎসকদের জন্য। নতুন নিয়ম অনুযায়ী কোনও চিকিৎসক যদি স্বাস্থ্য সাথী প্রকল্পের পরিষেবা দিতে চান তাহলে তার নাম নথিভুক্ত থাকতে হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে। এই একই নিয়ম প্রযোজ্য হবে ভিন রাজ্যের রেজিস্টারড ডাক্তারদের ক্ষেত্রেও।

অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে যদি এ রাজ্যে পরিষেবা দিতে হয় তাহলে ছয় মাসের মধ্যে সেই চিকিৎসককে নাম নথিভুক্ত করতে হবে রাজ্য মেডিকেল কাউন্সিলে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর বলছে, স্বাস্থ্য সাথী সম্পর্কিত কোনও অভিযোগের তদন্ত বা বিল চেকিং এর সময় অসুবিধা হয় চিকিৎসকের নাম খুঁজে পেতে।

আরোও পড়ুন : ফ্রি ফ্রি ফ্রি! বিনামূল্যে রেশন আরোও পাঁচ বছর, নয়া চমক কেন্দ্রের; সোনায় সোহাগা আমজনতার

অনেক সময় দেখা যায় চিকিৎসক শুধুমাত্র তার রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করেছেন। একবার এই বিষয়ে তদন্ত করতে গিয়ে একই রেজিস্ট্রেশন নম্বরে দুটি ডাক্তারের সন্ধান পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে আবার একজন ভিন রাজ্যে রেজিস্টারড রয়েছেন। পশ্চিমবঙ্গে এই চিকিৎসক কাজ করলেও নিজের নাম নথিভুক্ত করেননি রাজ্য মেডিকেল কাউন্সিলে।

আরোও পড়ুন: কোথায় শীত, এবার খেল দেখাবে ঘূর্ণিঝড়! বিপর্যয়ের ইঙ্গিত বাংলায়, হাই অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের

সেক্ষেত্রে এবার থেকে এ রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় পরিষেবা দিতে গেলে চিকিৎসককে অবশ্যই নথিভুক্ত হতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে। এই নিয়ম না মানলে আটকে যেতে পারে বিল। ইতিমধ্যেই হাসপাতালগুলিকে সতর্ক করে বলা হয়েছে যে সব চিকিৎসকের রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নেই তাদের দিয়ে যাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় কাজ না করানো হয়।

1641769711 swasthyasathi corr

রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে এই চিকিৎসকেরা রোগী দেখতে পারবেন না বলেও জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাধ্যতামূলকভাবে এ রাজ্যের প্রত্যেক চিকিৎসককে প্যান কার্ড ও আধার নম্বর দিয়ে স্বাস্থ্য সাথী ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে।