নেশনহান্ট ডেস্ক : তরুণ প্রজন্মের কাছে OYO অত্যন্ত জনপ্রিয় একটি শব্দ। OYO কে নিয়ে বেশ কৌতুহল রয়েছে এই প্রজন্মের তরুণ-তরুণীদের। দেশের অধিকাংশ জায়গাতে বেশ জনপ্রিয় OYO হোটেল। পাহাড় থেকে সমতল, সব জায়গাতেই নিজেদের আধিপত্য বিস্তার করেছে এই সংস্থা। যদিও বিভিন্ন ধরনের ধারণা প্রচলিত রয়েছে এই OYO কে নিয়ে।
মাঝেমধ্যেই বিভিন্ন অবৈধ কার্যকলাপের অভিযোগ সামনে আসে OYO থেকে। দেহ ব্যবসা থেকে শুরু করে অন্যান্য খারাপ কাজের সাথে যুক্ত হয়েছে OYO এর নাম। এই ধরনের অবৈধ কাজ রুখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। পুলিশের এই নতুন পদক্ষেপের কথা শুনলে অনেকেই তাজ্জব বনে যাবেন। পুলিশের পক্ষ থেকে নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরোও পড়ুন : গাড়ি চালানোর আগে আজই ইনস্টল করুন Jio-র এই দুর্দান্ত ডিভাইস, ঘুম উড়বে চোরেদেরও
এই পদক্ষেপগুলি গ্রাহকদের স্বার্থে বলে জানানো হয়েছে। এছাড়াও নতুন সিদ্ধান্তের ফলে আশা করা হচ্ছে হোটেলগুলিতে কমবে অবৈধ কাজের সংখ্যা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষগুলিকে হাই কোয়ালিটির সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। গোটা এক মাসের রেকর্ড মজুদ রাখতে হবে এই সিসিটিভির মাধ্যমে। হোটেলে যারা আসছেন তাদের সম্পূর্ণ বিবরণ কর্তৃপক্ষের নিতে হবে।
অপ্রাপ্তবয়স্ক কোনও মানুষকে দেওয়া যাবে না হোটেল রুম। যদি মধ্যবয়সী পুরুষের সাথে কম বয়সী মহিলা আসে তাহলে অবশ্যই স্থানীয় থানাকে জানাতে হবে। পুলিশ অফিসার, স্থানীয় পুলিশ স্টেশন এবং হেল্পলাইন নম্বরের তালিকা হোটেলে থাকা আবশ্যিক। একাধিক কড়া নিয়মে বেধে ফেলা হচ্ছে OYO কে। তাই এবার থেকে OYO যাওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন।