নেশনহান্ট ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার আগের মধ্যশিক্ষা পর্ষদ বড় পদক্ষেপ গ্রহণ করল। নির্ভুল মূল্যায়ন প্রক্রিয়া ও দ্রুত মাধ্যমিকের ফল প্রকাশের লক্ষ্যে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিদ্ধান্ত। জরুরী ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিকের পরীক্ষক-শিক্ষকদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হল। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত মঙ্গলবার।
বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের পক্ষ থেকে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে শিক্ষক সম্পর্কিত তথ্য আপডেট করার জন্য। বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ বলছে, পর্ষদের কাছে রয়েছে অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য। সেই তথ্যগুলি স্কুলের পক্ষ থেকে আপডেট করতে হবে। একটি নির্দিষ্ট পোর্টালে সেই তথ্যগুলি আপডেট করতে হবে।
আরোও পড়ুন : দেওয়ালে টাঙানো মৃত স্বামীর ছবি, তার সামলেই চলছে রিলস্ বানানো! মহিলাকে নিয়ে শোরগোল শুরু
স্কুলের পক্ষ থেকে এই পোর্টালে আপডেট করতে হবে শিক্ষকের ফোন নম্বর, যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত। তথ্য আপলোড করার এই পোর্টাল বুধবার থেকে খুলে দেওয়া হবে। এই পোর্টালে তথ্য আপডেট করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ মাত্র ১০ দিনের মধ্যেই প্রত্যেকটি স্কুলকে শিক্ষকদের তথ্য এই পোর্টালে আপডেট করতে হবে। পর্ষদ জানিয়েছে এই নিয়ম প্রত্যেকটি স্কুলকে মানতে হবে।
পর্ষদ জানিয়েছে নিয়ম অমান্য করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিকদের বলেছেন, “পরীক্ষক-শিক্ষক শুধুমাত্র মূল্যায়নের সাথে যুক্ত নন। পঠন-পাঠন, পরীক্ষা পরিচালনা, পরিচালনা, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ-সহ একাধিক বিষয়ের ডেটাবেস পর্ষদের কাছে থাকে। আপডেট করা হচ্ছে এই গোটা ডেটাবেস।”