নতুন পোকার খোঁজ মিলল বেহালায়, কলকাতার নামের সাথে মিলিয়েই হল নামকরণ

নেশনহান্ট ডেস্ক : ফড়িং, বুলবুলি, টুনটুনি, শ্যামা, দোয়েল, কাঠবেড়ালি, খরগোশ জাতীয় প্রাণীদের আজ খুব একটা দেখা মেলে না। বিভিন্ন গবেষকরা দাবি করছেন ক্রমাগত বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশের ভারসাম্য ক্ষয়ের জন্য এই ধরনের প্রাণীরা হারিয়ে যাচ্ছে পরিবেশ থেকে। যদি এখনই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ভবিষ্যতে সংকটের মুখোমুখি পড়বে জীবকূল।

কিন্তু এমন পরিস্থিতিতেই কলকাতায় দেখা মিলল নতুন এক প্রজাতির প্রাণীর। সাম্প্রতিককালে ফাইটোফ্যাগাস বিটল জাতীয় পতঙ্গর সন্ধান মিলেছে কলকাতার বেহালা অঞ্চলে। সম্প্রতি গবেষণা চালিয়েছে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) কলকাতা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ এবং জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট।

আরোও পড়ুন : আর মাত্র কয়েক দিন! এগিয়ে আসছে কালাষ্টমী, কালভৈরবকে তুষ্ট করতে করুন এই কাজগুলি

যৌথভাবে এই গবেষণায় পতঙ্গটির বিশেষত্ব সম্পর্কে জানা গেছে। গবেষকরা জানাচ্ছেন, দেশের অন্য জায়গায় এই জাতীয় পতঙ্গের সন্ধান মেলেনি। কলকাতার নামের ছোঁয়ায় এই নতুন পতঙ্গের নামকরণ করা হয়েছে ‘মালাদেরা কলকাতাইনিস’। বলা বাহুল্য, কলকাতা জুড়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে এই পতঙ্গটিকে নিয়ে।

আরোও পড়ুন : Tata, Hyundai-কে টেক্কা দিয়ে এক মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করল এই কোম্পানি, তৈরি হল রেকর্ড

সূত্রের খবর বিরল প্রজাতির এই পতঙ্গটি সংরক্ষিত ছিল আট বা নয়ের দশক থেকে জেডএসআইয়ের গবেষণাগারের ‘ন্যাশনাল জুলজিকাল কালেকশন’-এ। সাম্প্রতিককালে এটি নিয়ে কাজ শুরু করেন দেবিকা ভুঁইয়া, দেবাংশু গুপ্তা, শুভঙ্করকুমার সরকার ও ডার্ক আহরেন্স বিটলটি । গবেষকদের দাবি কলকাতা ছাড়া এই পতঙ্গটির অন্যান্য কোথাও আপাতত সন্ধান পাওয়া যায়নি।

56a35eb337f50544cee6696ac9c4aec4

সাধারণত এই পতঙ্গ সাহায্য করে থাকে কৃষি কাজে। তবে নয়া এই পতঙ্গ কৃষি কাজে কতটা ভূমিকা গ্রহণ করতে পারবে সেই বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কিছু জানাননি গবেষকরা।জেডএসআইয়ের অধিকর্তা অধ্যাপক ধৃতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নতুন এই গবেষণায় যে পতঙ্গ আবিষ্কার হয়েছে তা রীতিমত আশাব্যঞ্জক।