দরকার নেই বেশি খাটনির, পুঁজিও লাগবে খুব কম! দুর্দান্ত এই পাঁচ ব্যবসাতেই হয়ে যাবেন মালামাল

নেশনহান্ট ডেস্ক : প্রত্যেক শিশুর খেলনার প্রতি দুর্বলতা থাকে। তাই কখনই খেলনার চাহিদা কম হয় না। অল্প বিনিয়োগে আপনারা তাই চাইলেই খেলনার ব্যবসা শুরু করতে পারবেন। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনেতে ইতিমধ্যেই খেলনা ইন্ডাস্ট্রি বেশ জনপ্রিয়।

ইলেকট্রনিক খেলনা, সফট টয় এবং হার্ড টয় বেশ জনপ্রিয় বাজারে। এই ব্যবসার পরিধিও কিন্তু এখন রীতিমতো বৃদ্ধি পাচ্ছে। আজকের এই প্রতিবেদনে আমরা তেমন কিছু খেলনার ব্যবসার আইডিয়া আপনাদের দেব যা আপনারা স্বল্প বিনিয়োগে শুরু করতে পারবেন।

আরোও পড়ুন : ‘জগদ্ধাত্রী’ দেখতে চন্দননগর তো যান! কিন্তু এই পুজোর সূচনা কিভাবে জানেন?

বেলুন: শিশুদের মধ্যে বেলুন খুবই জনপ্রিয়। আপনারা চাইলে অত্যন্ত ছোট স্কেলে এই ব্যবসা শুরু করতে পারেন। সাধারণ একটি মেশিন ও কাঁচামাল বিনিয়োগ হিসেবে দরকার। এই ব্যবসা শুরু করলে আপনি অল্প সময়ে অধিক লাভ করতে পারবেন।

আরোও পড়ুন : একটানা ৮ মাস! বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, রোজকার যাতায়াতের জন্য কোন রুট ধরবেন ?

শিক্ষামূলক খেলনা বা এডুকেশনাল টয়: আজকাল এমন অনেক ধরনের খেলনা রয়েছে যেগুলি চারপাশের বিভিন্ন বিষয় সম্পর্কে শিশুদের মধ্যে জ্ঞান সঞ্চার করে। যে ধরনের শিশুরা এই ধরনের সাধারণ জ্ঞানের বিষয় আগ্রহী তাদের জন্য এডুকেশনাল টয় অত্যন্ত উপকারী। এই ধরনের খেলনা বিক্রি করতে পারলে আপনি মোটা টাকা লাভ করতে পারবেন।

ইলেকট্রনিক টয়: ইলেকট্রনিক টয় ভারতে সাধারণত আমদানি করা হয়। তবে আমাদের দেশের বাজারে রিমোট কন্ট্রোলড টয়ের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। আপনারা চাইলেই এই ব্যবসা শুরু করতে পারেন।

shutterstock 276810557 99852672e0c04074afbb33694781be15

সফট টয়: অনেকেই আজকাল উপার্জনের মাধ্যম হিসেবে সফট টয় তৈরিকে বেছে নিচ্ছেন। এই ব্যবসা মহিলারা অল্প বিনিয়োগে বাড়ি বসে শুরু করতে পারেন। খুব সাধারণ যন্ত্রপাতির সাহায্যে সফট টয় তৈরি করা যায়।

ঘুড়ি: শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ঘুড়ি নিয়ে আকর্ষণ চিরকালের। বাড়িতে বসেই সামান্য কিছু যন্ত্রপাতির সাহায্যে ঘুরি তৈরির ব্যবসা শুরু করতে পারেন।