নেশনহান্ট ডেস্ক : অনেকেই আজকাল চাকরির বদলে ঝুঁকছেন ব্যবসার দিকে। ব্যবসায় যেমন আয়ের রাস্তা অফুরন্ত, তেমনই ব্যবসা স্বাধীন একটি পেশা। তাই অনেকেই চাকরির বদলে ব্যবসায় নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে চাইছেন। তবে ব্যবসা শুরুর ক্ষেত্রে যে সমস্যাটা প্রধান হয়ে দাঁড়ায় সেটি হল পুঁজি। আমাদের অনেকেরই ধারণা ব্যবসা শুরু করতে হলে প্রয়োজন হয় মোটা অর্থের।
কিন্তু এমন অনেক ব্যবসা রয়েছে যেগুলি অত্যন্ত কম পুঁজিতে শুরু করা যায়। বর্তমানে একাধিক ব্যবসার রাস্তা খুলে যাচ্ছে টেকনোলজির যুগে। এই ধরনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আজকাল অত্যন্ত সস্তায় বাজারে কিনতে পাওয়া যায়। তবে জানলে অবাক হবেন সেই জিনিসগুলো তৈরি করতে খরচ হয় আরো অনেক কম টাকা। আজ এমনই একটি ব্যবসার আইডিয়া আপনাদের বলতে চলেছি যেটি অত্যন্ত কম খরচে আপনারা শুরু করতে পারেন।
আরোও পড়ুন : ‘রান্না না, শুধু নোংরামি করে’, স্মার্ট দিদি নন্দিনীকে ধুয়ে দিলেন বনগাঁর ভাইরাল দুই বোন
বর্তমানে স্মার্টফোন প্রত্যেকের হাতে হাতে। স্মার্ট ফোন কেনার পর আমাদের একাধিক আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে হয়। হেডফোন, মোবাইল কভার, টেমপারড গ্লাস প্রত্যেকেরই প্রয়োজন হয়। আপনারা অত্যন্ত কম খরচে টেমপারড গ্লাস তৈরির ব্যবসা আরম্ভ করতে পারেন। মাত্র ১০ টাকায় তৈরি করে আপনি এই পণ্যটি বাজারে ১০০ টাকায় বিক্রি করতে পারবেন।
আরোও পড়ুন : প্রতীক্ষার অবসান, শীঘ্রই আসছে বন্দে ভারত স্লিপার! চলবে বাংলার এই জনপ্রিয় রুটে
এই ব্যবসা শুরু করার জন্য আপনার লাগবে একটি বড় মাপের ঘর। আইনি ঝামেলা এড়ানোর জন্য প্রথমেই ব্যবসার লাইসেন্স বা রেজিষ্ট্রেশন করে নেওয়া উচিত। এরপর আপনাকে কিনতে হবে টেমপারড গ্লাস তৈরির মেশিন। এই মেশিনটির দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি। এরপর বাজার থেকে প্রয়োজনীয় কাঁচামাল কিনে বিভিন্ন মডেলের টেমপারড গ্লাস তৈরি শুরু করতে হবে।
অনলাইন মাধ্যমে আপনি টেমপারড গ্লাস বিক্রি করতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে বিক্রির জন্য। অন্যদিকে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বা রিটেলারের মাধ্যমে খোলা বাজারেও বিক্রি করতে পারেন টেমপারড গ্লাস। ১৫-২০ টাকা খরচে তৈরি হয়ে যাবে একটি টেমপারড গ্লাস। বাজারে আপনারা এই পণ্যটি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করতে পারবেন।