নেশন হান্ট ডেস্ক: বেড়াতে (Travel) যেতে কে না ভালোবাসেন? কর্মব্যস্ত জীবনে একটু ছুটি পেলেই তাই ব্যাগপত্র গুছিয়ে পছন্দের জায়গায় বেরিয়ে পড়েন অনেকেই। এমনকি, কিছুজনের কাছে আবার বেড়াতে যাওয়ার বিষয়টি কার্যত নেশা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আবার অনেকেরই বাদ বিচারও রয়েছে। কেউ কেউ ভালোবাসেন পাহাড়ে বেড়াতে যেতে, কেউ ভালোবাসেন সমুদ্র, আবার কেউবা জঙ্গলের নিস্তব্ধতাকেই পছন্দ করেন।
এমতাবস্থায়, ছুটির সাথে তাল মিলিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও চলতে থাকে। তবে, বর্তমান সময়ে প্রায় প্রতিটি টুরিস্ট স্পটেই কমবেশি ভিড় পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, যাঁরা ভিড় পছন্দ করেন না তাঁরা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অফবিট স্পটগুলিকেই প্রাধান্য দেন। এমনকি আমাদের রাজ্যেও এই ধরণের বহু জায়গা রয়েছে।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জনপ্রিয় সব স্পটের তুলনায় ওইসব জায়গাগুলিতে বেড়াতে গেলে খরচের পরিমাণও হয় অনেকটাই কম। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি টুরিস্ট স্পটের বিষয়ে জানাবো যেটি সম্পর্কে জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই।
আরও পড়ুন: Jio-Airtel-এর দিন এবার শেষ! সবথেকে সস্তায় প্ল্যান এনে বাজিমাত BSNL-এর
শুধু তাই নয়, উত্তরবঙ্গ না গিয়েও আপনি যদি কলকাতার কাছেই পাহাড়, জঙ্গল, ঝর্ণার উপস্থিতি একসঙ্গে পেতে চান সেক্ষেত্রে এই জায়গাটি হবে নিঃসন্দেহে অতুলনীয়। আপনি খুব সহজেই মহেন্দ্রগিরিতে বেড়াতে যেতে পারেন। এখন প্রশ্ন উঠতেই পারে যে মহেন্দ্রগিরি কোথায় রয়েছে? উল্লেখ্য যে, এটি ওড়িশার একটি অফবিট ডেস্টিনেশন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।
কি কি রয়েছে: মহেন্দ্রগিরি এমন একটি জায়গা যেখানে আপনি নদী, পাহাড়, জলপ্রপাত সবকিছুই পাবেন। এখানে রয়েছে মহেন্দ্র তনয়া নদী। এটি মহেন্দ্রগিরি পাহাড় থেকে নেমে এসেছে। পাশাপাশি, রয়েছে মাকাডারিয়া জলপ্রপাতও। এছাড়াও জানিয়ে রাখি যে, মহেন্দ্রগিরি রয়েছে কুন্তী মন্দিরও। প্রচলিত বিশ্বাস অনুযায়ী,ওই মন্দিরে নাকি কুন্তী পুজো করতেন। ওই মন্দিরের কাছেই রয়েছে একটি শিব মন্দির। ৪০০ বছরের পুরোনো ওই মন্দিরটি যুধিষ্ঠিরের শিব মন্দির নামে পরিচিত।