বড় সুখবর দিল সরকার! ফের একবার রাজ্যের তরফে মিলবে টাকা, জেনে নিন কীভাবে?

নেশনহান্ট ডেস্ক : ডিসেম্বর মাসের অকালবৃষ্টিতে ব্যাপক সমস্যায় পড়েছেন বাংলার চাষীরা। শীতের সময় বৃষ্টিপাতের ফলে বহু জমি চলে গেছে জলের তলায়। এই বৃষ্টিপাতের ফলে মাথায় হাত পড়েছে অসংখ্য কৃষকের। বহু কৃষক হারিয়েছেন নিজেদের সবটুকু। এখন গ্রামবাংলায় শুধুই কৃষকদের আর্তনাদ।

এরই মধ্যে খবর পাঁচ জন কৃষক নাকি আত্মহত্যাও করেছেন! তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কৃষকদের জন্য। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের অকাল বৃষ্টির ফলে নষ্ট হয়ে গেছে বহু ফসল। বাংলার বিভিন্ন প্রান্তের পাঁচ জন কৃষক আত্মহত্যাও করেছেন।

আরোও পড়ুন : মাধ্যমিক নিয়ে ফের নিয়ম বদল! নয়া নির্দেশিকা জারি পর্ষদের, না মানলেই কড়া শাস্তির মুখে পড়বে স্কুল

জানা গেছে এই কৃষকেরা সকলেই ছিলেন ঋণগ্রস্ত। গত সপ্তাহে নিম্নচাপ ও বৃষ্টির ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলী, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলা। তবে আলিপুরদুয়ারের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন চিন্তার কারণ নেই কৃষকদের। বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন ক্ষতিপূরণ।

আরোও পড়ুন : দেওয়ালে টাঙানো মৃত স্বামীর ছবি, তার সামলেই চলছে রিলস্ বানানো! মহিলাকে নিয়ে শোরগোল শুরু

সরকারের উদ্যোগে সাধারণ কৃষকদের কথা ভেবে চালু করা হয়েছিল বাংলা শস্য বিমা। সেই বিমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে অর্থ। যারা বাংলা শস্য বিমায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা এই টাকা পাবেন। এখনো পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেননি, তারা আগামী ১৬ই ডিসেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী কৃষকদের আশ্বস্ত করে বলেন, চিন্তার কোনও কারণ নেই কৃষকদের। এদিকে মুখ্যমন্ত্রীর কথায় স্বস্তি ফিরেছে বাংলার কৃষকদের।বাংলা শস্য বিমার আওতায় যে সকল কৃষকদের নাম রয়েছে তারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন। যারা এখনো নাম নথিভুক্ত করেননি তারা যেন দুয়ারে সরকারে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে নেন।