নেশনহান্ট ডেস্ক : এগিয়ে আসছে ক্রিকেট বিশ্বকাপের দিনক্ষণ। প্রস্তুতি চলছে তুঙ্গে। রোহিত-বিরাটদের সেই ম্যাচের দিকে তাকিয়ে গোটা দেশ। আগামী রবিবারেই দেশবাসী সেই চোখ ধাঁধানো ম্যাচের সাক্ষী থাকবে। এই পরিস্থিতিতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী দি পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান।
এদিন তিনি বলেন, ‘আমি মনে করি ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হবে।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ভারতীয় প্লেয়ারদের প্র্যাকট্রিসের পোশাক গেরুয়া বানিয়ে দিয়েছে। মেট্রো স্টেশনেও গেরুয়া করে দিচ্ছে।মায়াবতীকে দেখেছিলাম নিজের স্ট্যাচু বানাতে, আর একজনকে দেখলাম নিজের নামে স্টেডিয়াম করে দিয়েছে। এটা কি চলছে? তুমি দেশের নামে কর, আমার আপত্তি নেই।”
আরোও পড়ুন : গ্রাহকদের বিরাট সুবিধা, ৫ ধরনের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে এল SBI, এখন হবে আরও বেশি লাভ
পাশাপাশি তিনি আরোও জানান,”তুমি গুজরাতের কোনও মণিষীর নামে করো, আমার আপত্তি নেই। চেয়ার যেমন আসার জন্য আসে, চেয়ার তেমনি চলে যাওয়ার জন্য থাকে। দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আমি মনে করি বাংলা আবার দেশকে নেতৃত্ব দেবে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী পোস্তার সমস্যার কথাও তুলে ধরেন।
তিনি জানান , “আমি আইনমন্ত্রীর থেকে জানতে চেয়েছিলাম। এটা রাজ্যের জায়গা নয়। এখান বন্দর থেকে আসলে হবে না। পার্কিং করে দিলেই হবে না। হঠাৎ পাঁচিল তুলে দিলে হবে না। আমি পুলিশকে বলব আইন মন্ত্রীর সঙ্গে কথা বলতে। অবৈধ পার্কিং আইনত হবে না। কোনও দালাল, কোনও মাফিয়া আপনাদের থেকে টাকা নেবে এটা হবে না।”