বছরের শেষ চন্দ্রগ্রহণ এবার লক্ষ্মীপুজোতেই! রাজ্যের কোন কোন জায়গা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে ?

নেশনহান্ট ডেস্ক : ২৮ ও ২৯ অক্টোবর ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ঘটবে কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা অর্থাৎ লক্ষ্মী পুজোর দিনই। গ্রহণ সর্বদা নির্ভর করে চাঁদ, সূর্য ও পৃথিবীর কৌণিক অবস্থানের উপর। তাই পৃথিবীর সব জায়গা থেকে গ্রহণ দেখা যায় না। তবে বাংলা থেকে এ বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

জ্যোতির্বিদদের মতামত : 

জ্যোতির্বিদরা জানাচ্ছেন রাজ্যের একাধিক জেলার মানুষরা সাক্ষী থাকতে চলেছেন এই চন্দ্রগ্রহণের।চন্দ্রগ্রহণ হয়ে থাকে পূর্ণিমা তিথিতে। আমরা সবাই জানি সূর্যের চারদিকে ঘোরে পৃথিবী এবং পৃথিবীর চারদিকে ঘোরে চাঁদ। এভাবে ঘুরতে ঘুরতে একটা সময় আসে যখন একই সরল রেখায় সূর্য পৃথিবী ও চাঁদ অবস্থান করে।

সেই সময়টাতে সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছালেও চাঁদ পর্যন্ত যেতে পারে না। পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা পড়ে যায়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এটিকেই চন্দ্রগ্রহণ বলা হয়। এ বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে ২৮ শে অক্টোবর রাতে। ২৯ শে অক্টোবর শেষ হবে গ্রহণ। পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ।

আরোও পড়ুন : কেন রাত্রিবেলা পুজো করা হয় মা লক্ষ্মীর? আসল রহস্য লুকিয়ে আছে ‘কোজাগরী’ নামেই

সময়কাল : 

বিড়লা তারামণ্ডলের কিউরেটর শুভব্রত দত্ত জানাচ্ছেন, “কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ২৮ অক্টোবর রাত ১১টা ২৯ মিনিট ৯ সেকেন্ডে শুরু হবে চন্দ্রগ্রহণ। রাত ৩টে ৫৮ মিনিট ৩ সেকেন্ডে সম্পূর্ণভাবে শেষ হবে গ্রহণ। এই গ্রহণ দেখা যাবে খালি চোখেই।”

অন্যদিকে, গ্রহণ শুরু হওয়ার ৯ ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল। বলা হয়ে থাকে এই সময় কোনও শুভ কাজ করতে নেই। চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে ২৮ অক্টোবর দুপুর ০২ টো বেজে ৫২ মিনিটে । চন্দ্রগ্রহণ ও সূতক সময়ে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ নিয়ম দেওয়া হয়েছে।