নেশন হান্ট ডেস্ক: আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশে (India) লোকসভা নির্বাচন হওয়ার কথা। ঠিক তার আগে থেকেই LPG সিলিন্ডারের (LPG Cylinder) দামের বিষয়টিকে নির্বাচনের আগে বড় হাতিয়ার করতে চাইছে সরকার। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার LPG গ্রাহকদের বড় ধরণের স্বস্তি দিতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Mint-এ প্রকাশিত খবর অনুযায়ী, গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়ানোর কথা ভাবছে সরকার। মূলত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের জন্য সরকারের তরফে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়ানোর ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, ভর্তুকি বাড়ানো হলে কোটি কোটি গ্যাস গ্রাহক অনেকটা রেহাই পাবেন।
গ্রাহক সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও দেওয়া হচ্ছে নজর: উল্লেখ্য যে, সরকার উজ্জ্বলা প্রকল্পের সুবিধা বেশি সংখ্যক পরিবারের কাছে প্রসারিত করার দিকেও মনোনিবেশ করছে। মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতেই সরকার এই পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য যে, গত সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ৫.০২ শতাংশে। পাশাপাশি, সরকার RBI-কে মুদ্রাস্ফীতির হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য দিয়েছে। এর আগে জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার ১৫ মাসের রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! সামনে এল Royal Enfield-এর প্রথম ইলেকট্রিক বাইক, চমকে দেবে এর ফিচার্স
LPG সিলিন্ডারের দাম ৯০৩ টাকা: বর্তমানে, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা বছরে ১২ টি সিলিন্ডারের ক্ষেত্রে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পান। এখন দিল্লিতে ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দাম হল ৯০৩ টাকা। তবে, এর ওপর ভর্তুকি পাওয়ার পরে, সুবিধাভোগীরা এই সিলিন্ডার ৬০৩ টাকায় পান। সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় ৯.৬ কোটি নিম্ন আয়যুক্ত পরিবারকে গ্যাসে ভর্তুকি দিয়েছে। LPG-র ভর্তুকি সিলিন্ডার প্রতি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
আরও পড়ুন: ১৯৩ বছরের ইতিহাসে প্রথম! কলকাতার এই স্কুলের ক্লাসরুমে পড়বে ছাত্রীরাও, নেওয়া হল বড় সিদ্ধান্ত
মূলত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সরকার উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের ফের স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই উজ্জ্বলা প্রকল্পের সম্প্রসারণের অধীনে, প্রায় ৭৫ লক্ষ মহিলা গ্যাসের সংযোগ পাবেন। এরপর, এই সুবিধাভোগীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে।