এবার ৫০০ টাকাও লাগবে না গ্যাস কিনতে! দীপাবলিতে রাজ্যবাসীকে দুর্দান্ত উপহার মুখ্যমন্ত্রীর

নেশনহান্ট ডেস্ক: সামনে রয়েছে দেশের লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে পাখির যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ব্যস্ত আমজনতাকে খুশি করতে। কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার একাধিক স্কিম নিয়ে আসছে জনগণের জন্য। এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল রান্নার গ্যাসের দাম কমানোর একটি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিভিন্ন সরকারের মধ্যে।

গ্যাস সিলিন্ডারের দাম কমানো নিয়ে ইতিমধ্যেই বেশকিছু রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এবার এই রাজ্যের সরকার সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বড় সিদ্ধান্ত নিল। রান্নার গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে ক্ষোভ। গত কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেরেছে রান্নার গ্যাসের দাম।

আরোও পড়ুন : ব্যবহার না করলে কতদিনে নিষ্ক্রিয় হবে সিম? ডিলিট হয়ে যাবে WhatsApp’ও! বড়সড় ঘোষণা TRAI’র

দাম বৃদ্ধি নিয়ে রীতিমত চিন্তায় সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার (Central Government) গত মাসে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার ঘোষণা করে। ভর্তুকির ফলে বর্তমানে ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের (Domestic Gas Cylinder) দাম ৯০০ টাকার নিচে নেমে এসেছে।

আরোও পড়ুন : রেশন দুর্নীতির সাথে পশুখাদ্য কেলেঙ্কারির যোগ!কিভাবে এক হল বাংলা-বিহার? ED যা বললো…

এমন অবস্থায় এই রাজ্যের সরকার নাগরিকদের একটি বড় সুখবর দিল। এবার থেকে এই রাজ্যের মানুষ গ্যাস সিলিন্ডার ৫০০ টাকারও কমে কিনতে পারবেন। ছত্তিশগড়ের কংগ্রেস সরকার জানিয়েছে তাদের সরকার অতিরিক্ত ভর্তুকি দেবে গ্যাস সিলিন্ডারে। রাজ্যের ভূপেশ বাঘেল সরকার গ্যাস সিলিন্ডারের উপর অতিরিক্ত ৫০০ টাকা ভর্তুকি ঘোষণা করেছে।

lpg cylinder 768x402.jpg

নতুন এই ভর্তুকির ফলে বর্তমানে সে রাজ্যের নাগরিকরা মাত্র ৪৭৪ টাকায় কিনতে পারবেন ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ‘মহতারি ন্যায় যোজনা’-এর মাধ্যমে এই ভর্তুকির কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি দেশের মধ্যে সবথেকে সস্তায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ছত্তিশগড়েই।